উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের উপস্থিতিতে দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে বিজেপিতে যোগ দেন মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলের স্ত্রী অপর্ণা যাদব। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই অপর্ণার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। অপর্ণা যাদব বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছিলেন। এই পরিস্থিতিতে যাদব পরিবারে ভাঙন ধরিয়ে অপর্ণাকে দলে নিল বিজেপি। বিজেপিতে যোগ দিয়ে অপর্ণা বলেন, ‘আমি রাষ্ট্রের আরধণ🔯া করতে নেমেছি। আমি সব সময়ই বিজেপির বিভিন্ন প্রকল্পের দ্বারা প্রভাবিত ছিলাম।’
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অপর্ণা বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক ভাবে সেই অর্থে কোনও লাভ হবে না বিজেপির, সেরম কোনও লোকসানও হবে না সমাজবাদী পার্টির। তবে এই যোগদানকে ‘প্রতিশোধ’ হিসেবে দেখা হবে রাজনৈতিক মহলে। এর আগে বিজেপির একাধিক বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়েছেন অখিলেশ। আর তাই এবার পাল্টা অখিলেশের♏ই পরিবার সদস্যকে দলে নিয়ে পাল্টা ধাক্কা দিল বিজেপি।
এর আগে অপর্ণা বিষ্ট যাদব ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউয়ের ক্যান্ট আসন থেকে সমাজবাদী পা❀র্টির টিকিটে লড়েছিলেন অপর্ণা। তবে তিনি সেবার হেরেছিলেন। তবে গতকালই এই আসন থেকেই তাঁর ছেলেকে প্রার্থী করার ‘আবেদন’ জানিয়ে বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশী পদত্যাগ করা♒র ‘প্রস্তাব’ দেন। এদিকে সমাজসেবী হিসেবে অপর্ণার রাজনৈতিক প্রভাব নিয়ে সন্দিহান বিজেপিরই একাংশ। এই আবহে ফের একবার লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে অপর্ণাকে লড়াই করতে দেখা যায় কিনা, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।