দিল্ಞলির যন্তর-মন্তরে সাম্প্রদায়িক স্লোগান তোলার ঘটনায় সকালেই আটক করা হয়েছিল বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়, বিনোদ শর্মা, দীপক সিং, বিনিত ক্রান্তি, প্রীত সিং এবং দীপককে। এবার এই ছয়জনকে গ্রেফতার করা হল বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ।
দিল্লির যন্তর-মন্তরে রবিবার অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে এবং ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে একটি সভা হয়। সেই সভায় সাম্প্রদায়িক স্লোগান উঠেছে বলে অভিযোগ। সেই সভার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাতেও দেখা যায় যে সাম্প্রদায়িক স্লোগান উঠেছে। এই প্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করা হয় গতকালই। যদিও এফআইআর-এ কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি সো𒐪মবার। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
এরপর ফের বিতর্ক শুরু হয়। যেখানে ভিডিয়োতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারা এই স্লোগান তুলছে। প্রশ্ন ওঠে, তাহলে এফআ🔯ইএর-এ কেন সেই সব ব্যক্তিদের নাম নেই? বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে, ‘ভারত জড়ো আন্দোলনের’ নামে ডাকা যেই জনসভা নিয়ে এত বিতর্ক, তার আয়োজক ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়। এরপরই আজ সকালেꦆ আটক করা হয়েছিল অশ্বিনী সহ ৬ জনকে। জিজ্ঞাসাবাদের পর সোমবার বেলা নাগাদ তাদের গ্রেফতার করা হয় বলে জানায় দিল্লি পুলিশ।