এনসিইআরটির দ্বাদশের ইতিহহাস পাঠ্যক্রমে মুঘল আমলের অধ্যায় সরানো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। সেই বিতর্কের মাঝেই এবার তাজমহল ভেঙে ফেলার ডাক দিলেন ꦛঅসমের বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুরমী। তাঁর মন্তব্যে নতুন করে ছড়িয়েছে বিতর্ক।
এক সদ্য প্রকাশ্যে আসা ভিডিয়োয় বিজেপির বিধায়ক রূপজ্যোতি কুরমী প্রশ্ন তোলেন মুঘল বেগম মুমতাজের প্রতি বাদশা শাহজাহানের প্রেম নিয়ে। তিনি প্রশ্ন তোলেন, সত্যি কি মুমতাজকে ভালোবাসতেন শাহজাহান? রূপজ্যোতি বলছে, যদি সত্যিই মুমতাজকে শাহজাহান ভালোবাসতেন, তাহলে মুমতাজের মৃত্যুর পর কেন শাহজাহান আরও ৩ টি বিয়ে করেছিলেন? অসমের এই বিজেপি বিধায়কের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। মোদীর কাছে তিনি দাবি করেছেন, মুঘল আমলের দুই সৌধকে যাতে ভেঙে ফেলে , সেই জায়গায় তৈরি করা হয় মন্দির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর এক বছরের বেতন তিনি ওই মন্দির নির্মাণের জন্য দান করতে চান। বিজেপির এই বিধায়ক বলছেন, ‘আমি আর্জি জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদীকে যাতে তাজমহল আর কুতুবমিনার ভেঙে দেওয়া হয়।’( মা সুধার 𒆙পদ্মসম্মান সমারোহে ব্রিটে🧸নের 'ফার্স্ট লেডি' অক্ষতাকে ঘিরে কী ঘটল?)