রাজ্যে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান বাড়ায় অবশেষে পূর্ণ লকডাউনের পথে হাঁটল অসম সরকার।অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করল সরকার। শনিবার নয়া এই কোভিড নির্দেশিকা জারি করা হয়েছে। যা রাজ্যের সমস্ত জেলায় ১৬ মে সকাল ৫ টা থেকে কার্যকর হবে।নির্দেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৫ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৭ ঘণ্টা সাধারণ মানু্ষের বাইরে বেরতে পারবেন।নির্দেশে আরও বলা হয়েছে, প্রত্যেক দিন সমস্ত দোকান ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান সকাল ১১ টা থেকে বন্ধ থাকবে। এছাড়াও নির্দিষ্ট প্রয়োজনীয় পরিষেবাগুলোকে ছাড় দেওয়া বাদে বাকি সব বন্ধ থাকবে।সরকারি যানবাহন ও চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিষেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্যান্য সমস্ত যানবাহন জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের সিদ্ধান্ত অনুয়ায়ী জোড়-বিজোড় সংখ্যার অনুপাতে নির্দিষ্ট সূত্র মেনে সকাল ৫ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলতে পারবে।মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়ার সই করা ১৫ মে’র ওই নির্দেশে বলা হয়েছে, নয়া এই নির্দেশ পুরসভা, পুরবোর্ড ও শহরাঞ্চলের পরিধি থেকে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেসমস্ত শহর ও শহরতলী পড়ছে সেইসমস্ত এলাকার ক্ষেত্রে এই নির্দেশ ১৬ মে সকাল ৫টা থেকে লাগু হবে যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে।