উৎপল পরাশর
হয় ফিট হয়ে পুলিশের চাকরি করতে হবে, নয়তো চাকরি হারাতে হবে। এই বার্তাই কার্যত দিয়েছে অসম পুলিশ। সেরাজ্যের পুলিশ কর্মীরা কতটা ফিꩵট, তা যাচাই করে এবার 🏅দেখতে চায় অসম। এই উদ্দেশ্য নিয়ে এবার পুলিশ কর্মীদের ফিটনেস নিয়ে একটি সমীক্ষা করে দেখতে চাইছে অসম পুলিশ। একথা মঙ্গলবার জানিয়েছেন অসম পুলিশের রাজ্য প্রধান জিপি সিং।
জিপি সিং জানিয়েছেন, সোজাসুজি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দেওয়া নির্দেশের প্রেক্ষিতে এমন পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, অসমের মুখ্যমন্൩ত্রীর পদ ছাড়াও সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বেও রয়েছেন বিজেপির এই দাপুটে নেতা হিমন্ত বিশ্বশর্মা। অসমে কর্মরত সমস্ত পুলিশ কর্মীদের ‘প্রফেশ✨নাল রেকর্ডিং' হবে বিএমআই ঘিরে। এই তালিকায় থাকবেন কর্মরত আইপিএস অফিসাররাও। অসমের পুলিশ কর্তা বলছেন, ১৫ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে সমস্ত পুলিশ কর্তা ও কর্মীদের। তার মধ্যে ফিট হয়ে যেতে হবে। জিপি সিং টুইটারে জানিয়েছেন, ‘ আমরা পরিকল্পনা করছি সমস্ত পুলিশ কর্তাদের ৩ মাসের সময়সীমা দেওয়ার জন্য। তারমধ্যে আইপিএস ও অসম পুলিশের কর্তারাও থাকবেন। সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত। তারপর বিএমআই সমীক্ষা শুরু হবে পরবর্তী ১৫ দিনে।’
তিনি জানিয়েছেন, যে পুলিশ কর্তারা ওবেসিটিতে ভুগছেন বা মেদবহুল যাঁরা (বিএমআই ৩০+) তাঁদের তাঁদের আরও তিন মাস সময় দেওয়া হবে, ফিট হওয়ার জন্য। নভেম্বরের শেষ দিকের মধ্যে এই ফিটনেস রাখতে হবে। জিপি সিং জানিয়েছেন, সেটি না হলে, ‘তারপর ভিআরএস ( ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম) অপশন রয়েছে।’ তবে এই তালিকায় তাঁরা থাকবেন না যাঁদের থাইরোডায়াসিজম-এর সমস্যা রয়েছে। জিপি সিং জানিয়েছেন, তিনি ১৬ অগাস্ট প্রথম বিএমআই রেকর্ডিং করাবেন নিজে। এর আগে, গত ৩০ এপ্রিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন যে, যে সমস্ত পুলিশ অফিসাররা মদ্যপান করেন, মে🐓দবহুল, তাঁদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির মামলা, তাঁদের ভলেন্টারি রিটায়ারমেন্ট বা ভিআরএস নেওয়ার অপশন রয়েছে। এছাড়াও তিনি কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিম-এর অপশনেক কথাও বলেছিলেন। তারপরই এল এই বার্তা।
এই খবরটি আপনি পড়তে প𒈔ারেন HT App থেকেও। এবার HTജ App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক