‘গগনযান’ মিশনের জন্য কোন চার মহাকাশচারী নির্বাচিত হয়েছেন, অবশেষে তাঁদের পরিচয় সামনে আনা হল। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সেই চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়। ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, দীর্ঘদিনের প্রশিক্ষণের পরে ‘গগনযান’ মিশনের জন্য গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয়েছ♐ে। নিজের হাতে তাঁদের 'অ্য়াস্ট্রোনোট উইং' পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুকের ডানদিকে সেই ব্যাজ পরিয়ে দেন।
তারপর প্রধানমন্ত্রী জানান, আজ যেটা হল, সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বে ভারতের প্রভাব কতটা বাড়ছে, সেটার প্রমাণ হয়ে দাঁড়াল। মোদীর কথায়, ‘প্রতিটি দেশের ক্ষেত্রে এমন একটি সময় আসে, যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা জোগায়। আজ ভারতের জন্য সেরকমই একটা মুহূর্ত। আমাদের আজকের প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান, যাঁরা স্থলভূমি, জল, আকাশ এবং মহাকাশে ঐতিহাসিক কাজ করার যশ পাচ্ছেন। কয়েকদিন আগে আমি অযোধ্যায় বলেছিলাম যে নয়া কালচক্র শুরু হচ্ছে। যখন বিশ্বে নিজের গুরুত্ব আরও বাড়াচ্ছে ভারত। যা আমাদের𓆏 মহাকাশের কর্মসূচিতেও ফুটে উঠছে।’
মোদী আরও বলেন, ‘তাঁরা (চার মহাকাশচারী) শুধু চারটি নাম, আর চার ব্যক্তি নন। তাঁরা ১৪০ কোটি মানুষের আকাঙ্খাকে মহাকাশে নিয়ে যাওয়ার চার শক্তি। ৪🀅০ বছর পরে কোনও ভারতীয় মহাকাশে যেতে চলেছেন। তবে এবার সময়ও আমাদের, কাউন্টডাউনও আমরা করব। আর রকেটও আমাদের। আমি অত্যন্ত খুশি যে এই মহাকাশচারীদের সঙ্গে বলার, পুরো দেশের সামনে তাঁদের♎ নিয়ে আসার সৌভাগ্য হল আমার। পুরো দেশের পক্ষে থেকে তাঁদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকের ভারতের বিশ্বাস, আপনারা আজকের ভারতের শৌর্য, আপনারা আজকের ভারতের গৌরব, আপনারা আজকের ভারতের সাহস।’
সেইসঙ্গে মোদী এটাও স্মরণ করিয়ে দেন, মহাকাশে তেরঙা ওড়ানোর জন্য চারজ♏ন মহাকাশকারীকে মারাত্মক পরিশ্রম করতে হয়েছে। আগামিদিনেও করতে হবে। তাই তাঁদের যেন বিরক্ত করা না হয়। 'হাতজোড়' করে তিনি জানান যে চার মহাকাশচারীকে আরও কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে তাঁদের। তাই তাঁদের বা তাঁদের পরিবারকে যেন বিরক্ত না করা হয়। মোদীর কথায়, 'এবার রিয়েল স্টোরি শুরু হবে। তাই তাঁদের সবরকমভাবে সাহায্য করতে হবে।'
কীভাবে ৪ জনকে বেছে নেওয়া হল? কীভাবে ট্রেনিং হয়েছে?
ইসরোর তরফে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথভাবে টেস্ট পাইলটদের থেকে মহাকাশচারীদের বেছে নেয় ভারতীয় মহাকাশ সংস্থা। যে টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছিল, তাঁদের ক্লিনিকাল, 𓆏এরোমেডিক্যাল এবং সাইকোলজিকাল পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে ভারতীয় বায়ুসেনার চারজন টেস্ট পাইলটের নাম সুপারিশ করে ন্যাশনাল ক্রু সিলেকশন বোর্ড।
আরও পড়ুন: ISRO Gaganyaan Mission Latest Update: সফল ইসরো♔র গুরুত্বপূর্ণ টেস্ট, মহাকাশে মানুষ পাঠানোর আরও এক꧒ধাপ কাছে ভারত
তারপর ওই চারজন ১৩ মাস রাশিয়ায় ট্রেনিং করেছেন। কীভাবে মহাকাশে থাকতে হবে, বরফের মধ্যে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, মরুভূমিতে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, জলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, সবকিছুর প🧸্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। দেশে ফিরে সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ হয়েছে। শারীরিক প্রশিক্ষণ করেছেন। বিশেষ ধরনের যোগও করেছেন বলে ইসরোর তরফে জানানো হয়ে💛ছে।
আরও পড়ুন: Vyommitra Robot in Gaganyaan Mission: ইসরোর মিশনে মহাকাশে যাবেন এই 'মহিলা'✨... চিনে নিন এই নভোশ্চরকে