একেবারে হাড়হিম করা ঘটনা মধ্য়প্রদেশে। মধ্যপ্রদেশের শাহদোল জেলার গোহপারু ও জৈতপুরের জঙ্গলে চিতাবাঘের হামলায় তিনজন আহত হয়েছেন। সূত্রের খবর, জঙ্গলের মধ্য়ে বন্ধুরা মিলে পিকনিক করছিলেন। সেই সময় আচমকাই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ🦄। আঁচড়ে, ๊কামড়ে মাটিতে ফেলে দেয় তাদের। চিতাবাঘের আক্রমণে এক মহিলা সহ তিনজন আহত হয়েছেন বলে খবর।
সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। দেখা যায় জঙ্গলের কাছেই একটা ফাঁকা জায়গায় কয়েকজন পিকনিক করছিলেন। এমন সময় একটি চিতাবাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপর সেটি এক যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্য সকলে সেই চিতাবাঘটিকে তাড়ানোর চেষ্টা করে। সেই সময় চিতাবাঘটি অপর এক মহিলার মাথার কাছে কামড়ে দেয়। তিনি পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত চিতাবাঘটি জ🦩ঙ্গলের মধ্যে পালিয়ে যায়।
যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন নন্দিনী সিংহ। তাঁর মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ꦜত হয়েছে। এছাড়াও নীতিন সামদারিয়া, আকাশ কুশওয়াহা জখম হয়েছেন। তবে গোটা ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছেꦡ। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন অনেকেই।