সিকিমে তুষারধসে মৃত্যু হল ছয় পর্যটকের। সিকিমের সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটꩵিআই জানিয়েছে, নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয়। তার জেরে ছয় পর্যটকের মত্যু হয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। কমপক্ষে ৮০ জন পর🌄্যটক বরফের পুরু আস্তরণের নীচে চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ জওহরলাল নেহরু রোডের ১৫ মাইলে তুষারধস হয়। যে রাস্তা গ্যাংটকের সঙ্গে নাথুলাকে💙 যুক্ত করেছে। স্থানীয় সেনা হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন পুরুষ এবং এক মহিলা আছেন। এক শিশুরও মৃত্যু হয়েছে। তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি।
সিকিম পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম, পর্যটন দফতর। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন গাড়িচালকরাও। উদ্ধার নেমেছে ভারতীয় সেনাও। তারইমধ্যে বরফের তলায় আটকে পড়া ৩০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তঁদের গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভরতি কꦉরা হয়েছে।