তিনি নাকি বিশ্বের সবথেকে রহস্যময় ব্যক্ℱতি। সেই বাবা বেঙ্গা ২০২৩ সাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তা পুরোপুরি চমকে দেওয়ার মতো। ২০২৩ সালে পরমাণু হামলা চলবে, গবেষণাগারে শিশুর জন্মানোর মতো বিষয় হবে বলে দাবি করেছিলেন বা🦂বা বেঙ্গা।
কথিত আছে, ১২ বছরে চোখের দৃষ্টি হারিয়েছিলে বুলগেরিয়ায় জন্মানো বাবা বেঙ্গা। তিনি দাবি করে আসতেন, ভবিষ্যতে কী কী ঘটনা ঘটবে, তা তিনি দেখতে পান। এমনকী তাঁর ভবিষ্যদ্বাণীর ৮৫ শতাংশ মিলে গিয়েছে বলেও দাবি করা হয়। অনেকের দাবি, ৯/১১ হামলা, রাজকুমারী ডায়ানার মৃত্যুর মতো ঘটনাও নাকি মিলিয়ে দিয়েছিলেন বাবা বেঙ্গা। যিনি ১৯৯৬ সালে মা𓂃রা গেলেও ৫০৭৯ সালে পর্যন্ত নাকি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বলে 📖কথিত আছে।
হিমযুগে ফিরে যাবে পৃথিবী
বাবা বেঙ্গা দাবি করেছিলেন, ২০২৩ সালে পৃথিবীর কক্ষ পালটে যাবে। ব্যাপকভাবে জলবায়ুর পরিবর্তন হবে। সেই ভবিষ্যদ্বাণী🎀 সত্যি হলে বিনাশকারী পৃথিবীতে ঘটনা ঘটতে পা♍রে বলে দাবি করা হয়।
পরমাণু বিস্ফোরণ
২০২৩ সালে পরমাণু বিস্ফোরণের ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা বেঙ্গা। বিশেষত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে, তার জেরে আবা🎉র অনেকে সেই ভবিষ্যদ্বাণীর প্রেক্ষিতে আশঙ্কার মেঘ দেখছেন। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, রাশিয়া যে পরমাণু হামলা চালাবে, আপাতত তেমন কোনও আশঙ্কা নেই। নরমে-গরমে হুঁশিয়ারি দেওয়া হলেও পরমাণু হামলা যে মারাত্মক ফল ডেকে আনতে পারে, তা ভালোভাবেই জানে ক্রেমলিন।
আরও পড়ুন: Lucky Zodiacs in 2023: ২০২৩ সাল হবে এই ৩ রাশির! পৌঁছাবেন সৌভাগ্যের শি꧂খরে, আছে প্রবল অর্থলাভ🐓ের যোগ
গবেষণাগারে শিশুদের জন্ম
বাবা বেঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে স্বাভাবিকভাবে শিশু জন্মের ক্ষেত্রে বাধা তৈরি হবে। গবেষণাগারের মধ্যে শিশুদের জন্ম হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা বেঙ্গা। য𓆏দিও স্বাভাবিকভাবে সন্তান জন্মের ক্ষেত্রে কোনও বাধা আসবে বলে কিছু জানাননি বিজ✱্ঞানীরা।
সৌরমণ্ডলে 'সুনামি'
বাবা বেঙ্গা ভবিষ্যদ♉্বাণী করেছিলেন যে ২০২৩ সালে ভয়ঙ্কর সৌরঝড় হতে পারে। যা আগেও কখনও দেখা যায়নি। তার জেরে অন্ধকার নামতে পারে পৃথিবীতে। যদিও নাসা বা জ্যোর্তিবিজ্ঞানীদের তরফে সেরকম কোনও সতর্কতা জারি করা হয়নি।
(বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞানীরা অবশ্য ২০২৩ সাল নিয়ে এরকম কিছু ভবিষ্যদ্ওবাণী করেননি)