বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডু রাও। এবার তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের করল বজরং দল।🎀 শুক্রবার দলের তরফে তেজস গৌড়া নামে এক নেতা এই অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখার সময় স্বাস্থ্যমন্ত্রীকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: 'মুসলিমদে🥃র সঙ্গে ব্যবসা বয়কট, মাংসও কিনবে🌜ন না,' বিতর্ক উসকে দিলেন সাভারকরের নাতি
কী বলেছিলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী?
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘সাভারকর একজন ব্রাহ্মণ, অথচ তিনি গরুর মাংস খেতেন। তিনি আমিষ খেতেন এবং গোহত্যারও বিরোধী 🐠ছিলেন না। সেভাবে দেখলে তিনি একজন আধুনিক মানসিকতার ছিলেন।’ স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই তুমুল বিতর্ক 🥂শুরু হয়।
তেজস গৌড়া বলেন, ‘দীনেশ গুন্ডু রাওকে জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে কি প্রমাণ আছে যে সাভারকর গরুর মাংস খেয়েছিলেন? নাকি আপনার স্বপ্নে উপস্থিত হয়ে স্বীকার করেছিলেন তিনি যে গরুর মাংস খেতেন?’ তিনি বলেন, ‘দীনেশ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত আছেন। যখনই তিনি জনসমক্ষে কথা বলেন, তখনই তার সতর্কতা অবলম্বন করা উচিত। বীর সাভারকার সম্পর্কℱে তাঁর সাম্প্রতিক বক্তব্য অনুপযুক্ত ছিল।’
একইসঙ্গে বজরং নেতা মন্ত্রীকে সাভারকারের উপর খোলামেলা আলোচনার জন্য চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, ‘আমি গুন্ডুꦗ রাওকে এই বিষয়ে জনসাধারণের সামনে আলোচনার জন্য একটি তারিখ, স্থান এবং সময় নির্ধারণ করার জন্য চ্যালেঞ্জ করছি৷ আমরা সাভারকার সম্পর্কে এই ধরনের মিথ্যা অভিযোগ এবং গুজব ছড়ানো বন্ধ করতে খোলাখুলি আলোচনা করতে প্রস্তুত৷🥀’
প্রসঙ্গত, ২ অক্টোবর ‘গান্ধী'স অ্যাসাসিন: দ্য মেকিং অফ নাথুরাম গডসে অ্যান্ড হিজ আইডিয়া অফ ইন্ডিয়া’র কন্নড় সংস্করণ প্রকাশ করার সময় দীনেশ গুন্ডু রাও সাভারকর এই মন্তব্য করেছেন । এর পাশাপাশি মন্ত্রী নাথুরাম গডসের প্রসঙ্গেও মন্তব্য করেন। একটি সংবাদ সংস্থাকে মন্ত্রী জানিয়েছিলেন, ‘গডসের মতো কেউ, যিনি গান্ধীক🔯ে হত্যা করেছিলেন, তিনি একজন মৌলবাদী ছিলেন। কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি সঠিক কাজ করছেন। এটি মৌলবাদের বিপদ। এমনকি জঘন্য অপরাধ করার সময়ও আপনি বিশ্বাস করেন যে আপনি সঠিক।’ একইসঙ্গে মহম্মদ আলি🌜 জিন্না সম্পর্কে তিনি দাবি করেছিলেন, জিন্না একজন কট্টর ইসলামপন্থী ছিলেন না। তিনি মৌলবাদী ছিলেন না, মৌলবাদী ছিলেন সাভারকরই।