বিগত বেশ কয়েকদিন ধরেই সেনা বন🤪াম ছাত্র দ্বন্দ্বে জেরবার বাংলাদেশ। সেখানকার রাজনীতি উথালপাতাল হাসনাত আবদুল্লাহর সব অভিযোগ ঘিরে। তবে সেই সব বিতর্ককে পাত্তাই দিচ্ছে না সেনা। এই আবহে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সেনা। সেই ক্যান্টনমেন্টেই এই অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে হাসনাতদের সঙ্গে বৈঠক হয়েছিল সেনা প্রধান ওয়াকার উজ জামানের। আর সেই অনুষ্ঠান থেকেই জুলাই গণভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলে মন্তব্য করেন জেনারেল জামান।
২৫ মার্চ অভ্যুত্থানকারীদের উদ্দেশে সেনা প্রধান বলেন, 'এই আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের তরুণ সমাজ অনুপ্রেরণা জুগিয়েছে। সত্য ও সঠিক পথে ন্যায়সংগত দাবি আদায় করার পথ দেখিয়েছে তারা। অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা জাতির গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই🃏 যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। আমরা যুদ্ধেও আছি, শান্তিতেও আছি, দেশের জন্যে সব সময় আছি। দেশ𒆙প্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সবাই এক হয়ে কাজ করলে দেশ সমৃদ্ধির পথে এগোবে।'
উল্লেখ্য, এর আগে ঢাকা ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ একটি বৈঠক হয়েছিল। যা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে জোর চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশি সেনা প্রধানের সঙ্গে গত ১১ মার্চের বৈঠকে কী ঘটেছিল? এই নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের মধ্যে দেখা গিয়েছে 'দ্বিমত'। এহেন পরিস্থিতিতে ফেসবুকে দুই নেতার পোস্টে অস্বস্তি বেড়েছে নাহিদ ইসলামের নবগঠিত দলের অন্দরেই। উল্লেখ্য, সম্প্রতি হাসনাত আবদুল্লাহ সেনার বিরুদ্ধে বিস্ফোরক সব দাবি করেন। বিভিন্ন জনসভায় উস্কানিমূলক মন্তব্য করার আগে ফেসবুকে বোমা ফাটিয়েছিলেন এই নেতা। সেখানে হাসনাত নিজের পোস্টে দাবি করেছিলেন, সেনা প্রধান 'রিফাইন্ড আওয়ামি লিগ' আনার জন্যে তাঁদের ওপর চাপ দেন। তবে সারজিস দাবি করেন, তাঁদের কোনও চাপ দেওয়া হয়নি, সেনা প্রধান নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেছিলেন। এদিকে হাসনাত দাবি করেছিলেন, সেনা প্রধান নাকি কড়া ভাষায় ইংরেজিতে বেশ কিছু কথা শুনিয়েছিলেন তাঁদের। সেই বিষয়ে সারজিস আবার দাবি করেছেন, সোজাসাপ্টা ভাবে কথাগুল♈ো বলা হলেও তাতে ধমকের সুর ছিল না। এদিকে এই ইস্যুতে সেনার তরফ থেকে বলা হয়েছে, হাসনাতের এই দাবি হাস্যকর এবং অপরিপক্ক দাবি। এই সব বিতর্কের মাঝে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সেনা প্রধানের এই সব মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।