ভারতের প্রাক্তন ক্রিকেটার চলতি 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর হিন্দি কমেন্ট্রির মান নিয়ে একজন ভক্তের অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দিলেন। প্রাক্তন এই স্পিনার নিজেই বীরেন্দ্র সেহওয়াগ, নভজোৎ সিং সিধু, শিখর ধাওয়ান , অম্বাতি রায়ুডুর সঙ্গে কমেন্ট্রি 🏅প্যানেলে রয়েছেন। তিন﷽ি ভক্তদের আশ্বাস দিয়েছেন যে তাদের ফিডব্যাক নিয়ে আলোচনা করবেন।
আইপিএলের হিন্দি কমেন্ট্রি নিয়ে ক্ষোভ
একজন ক্রিকেটভক্ত মঙ্গ🅺লবার সোশাল নেটওয়ার্কিং সাইট এক্স বা টুইটারে চলতি আইপিএলের হিন্দি কমেন্ট্রির মান নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি দাবি করেন এখন আর আগেকার অরুণ লালদের মতো ক্রিকেটের প্রতি নয়, বরং অনেক বেশি মজা করার ওপরই ধারাভাষ্যকাররা বেশি ফোকাস করে। যা দেখে হরভজন সিং সংক্ষিপ্ত উত্তরে সমালোচনার জবাব দিয়ে লিখেছেন, “ধন্যবাদ ইনপুটের জন্য। আমরা বিষয়টি দেখব।"
ভাজ্জির মন্তব্য ভাইরাল
ভাজ্জির এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে গেছে। অনেক ক্রিকেটভক্তই বিষয়টির সঙ্গে একমত হয়েছেন যে হিন্দি কমেন্ট্রি আসল ক্রিকেট আলোচনার থেকꦺে সরে যাচ্ছে। কিছু ভক্ত টেকনিক্যাল বিশ্লেষণের অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছে। অনেকে আবার খেলায় মনোযোগ দেওয়ার পরিবর্তে প্যানেলের ব্যঙ্গাত্মক প্রবণতার উপর উপহাস করেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও খারাপ কমেন্ট্রির অভিযোগ
এটি অবশ্য প্রথমবার নয় যে এমন বিষয়টি উত্থাপিত হয়েছে। এর আগে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারতের পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর, একজন ভক্ত হিন্দি কমেন্ট্রিকে “সবচেয়ে ক্রিঞ্জি" বলে মন্তব্য করেছিলেন। সেই সময়ও হরভজনই জবাব দিয়েছিলেন। তবে তিনি নিজেদে൲র কমেন্ট্রির দোষ ঢাকতে গিয়ে সেই ইউজারকেই পাল্টা আঘাত করে বসেন। যা নিয়ে পরে তিনিও সমালোচনার মুখে পড়েছিল, কারণ অনেকেই মনে করছিলেন যে তিনি আসলে অভিয𝔉োগকে আড়াল করার জন্যই এমন মন্তব্য করেছিলেন।
হিন্দি কমেন্ট্রির মান নিয়ে এমনিতেই অসংখ্য মিম এবং বিতর্কের জন্ম দিয়েছে সাম্প্রতিককালে। ইংরেজি কমেন্টেটরদের তাদের বিস্তারিত এবং তথ্যভিত্তিক পদ্ধতির জন্য প্রশংসা করা হলেও, ভক্তদের একটা অংশ মনে করছে যে হিন্দি কমেন্ট্রি পুরো বিষয়টাই অন🍌েকটা মজার বিষয় করে দেখাতে গিয়ে ক্রিকেটের যে আভিজাত্য বা গুরুত্ব সেটাই হারিয়ে ফেলছে। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলের ধারাভাষ্যকেও উন্নত করার পরামর্শ দিয়েছে অনেকে।