বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Election Update: 'ভরসা' আমেরিকা? বাংলাদেশে নির্বাচনেই লড়বে না BNP! হাসিনার বিরুদ্ধে কোন অঙ্ক
গত কয়েকদিনের রাজনৈতিক হিংসার আবহে বাংলাদেশে বিরোধীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিল বিরোধী দল বিএনপি। তাঁদের দাবি, যদি বিরোধীদের ওপর সরকারের 'অত্যাচার' না থামে, এবং তত্ত্বাবধায়ক সরকার না আসে, তাহলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর নেপথ্যে তাদের অঙ্ক - দেশের প্রধান বিরোধীদল নির্বাচনে অংশ না নিলে সেই নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। এই আবহে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে এবং বাইরের হস্তক্ষেপ আসতে পারে। উল্লেখ্য, এর আগে আমেরিকা বাংলাদেশে 'স্বচ্ছ' নির্বাচন করার জন্য হাসিনা সরকারকে 'আল্টিমেটাম' দিয়েছিল। আর তারই ভরসায় আছে বিএনপি। (আরও পড়ুন: ভোট♐ে 'কালো টাকা' রুখতেই আনা হয়েছে নির্বাচনী বন্ড, সুপ্রিম 𝔍কোর্টে বলল কেন্দ্র)