বিএনপি'র মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই ঘটনায় ব্যাপক ধরপাকড় চালাল বাংলাদেশ সরকার। ঘটনায় এখনও পর্যন্ত প্রাযꦬ় ৮ হাজার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বাংলাদেশ হিংসা বন্ধꦺের আর্জি জানিয়েছে।
আরও পড়ুন: 'ভরসা' আমেরিকা? বাংলাদেশে নির্বাচনেই লড়বে ন😼া BNP! হাসিনার বিরুদ্ধে🦩 কোন অঙ্ক
আগামী জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে বিরোধী দল বিএনপি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হয়েছে। তাদের দাবি, তত▨্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব দেওয়া হোক। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্ভব।এই দাবিতে লাগাতার আন্দোলন করছে বিএনপি। প্রসঙ্গত, নির্বাচনে এগিয়ে আসতেই বিরোধীদের ধরপাকড় অব্যহত রয়েছে বাংলাদেশে। এত সংখ্যক গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এক সপ্তাহ আগে বাংলাদেশের ঢাকায় এক লক্ষেরও বেশি বিএনপি নেতা, কর্মী, সমর্থক একটি মহাসমাবেশে যোগ দেয়। সেই সময় তাদের পুলিশ আটকাতে গেলে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। তাতে এক পুলিশ কর্মী মৃত্যু হয়। এর পরের দিনও আরও ৩ নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনার পরেই ধরপাকড় শুরু করে বাংলাদেশ সরকার। জানা গিয়েছে , এই ঘটনায় কমপক্🧸ষে ১৬২ জন বিএনপির শীর্ষ নেতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।