ঋণের ভারে জর্জরিত সুদান। সেই দেশের পাশে দাঁড়াল বাংলাদেশ। আফ্রিকা মহাদেশের ঋণগ্রস্ত দেশকে ৬৫ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) সাহায্য করল ঢাকা। মঙ্গলবার সুদানের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়েছে বলে শেখ হাসিনা সরকার জানিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কমের একটি প্রতিবেদনে একথা জানানো হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, এমনিতে বাংলাদেশ এবং সুদান অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য। তারইমধ্যে ঋণে জর্জরিত দেশকে আর্থিক সাহায্যের জন্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) তরফে আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে সুদানকে ৬৫ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) অনুদান দিয়েছে ঢাকা।বাংলাদেশের অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এবং সুদান ওআইসির সদস্য। ফলে বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার সুদানের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে। যা আর্থিকভাবে দুর্বল সুদানকে ঋণ মুক্তির ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি আগামিদিনে সুদান আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠব বলেও হাসিনার সরকারের তরফে আশাপ্রকাশ করা হয়েছে।তবে এই প্রথম আফ্রিকার কোনও দেশকে সাহায্য করল না বাংলাদেশ। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, দারিদ্র্য মুক্তির জন্য গত বছর সোমালিয়াকে অর্থ সাহায্য করেছিল ঢাকা। সেবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) আহ্বানেই আট কোটি টাকা দেওয়া হয়েছিল। এবারও আইএমএফের সাড়া দিয়ে সুদানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।