Bank Holidays: দীপাবলি প্রায় এসেই গেল। ভারতের অন্যতম বড় উত্সব। অনেক স্থানেই টানা উদযাপিত হয়। ধনতেরাস থেকে উৎসবের সূচ𝔉না করে এবং ভাইফোঁটা দিয়ে শেষ। ফলে এই সময়ে সরকারি কর্মক্ষেত্রে সাধারণত ছুটি বেশি থাকে।
আগামিকাল (২২ অক্টোবর) থেকে টানা ছয় দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই ছুটি স্থান হিসেবে পরিবর্তিত হবে। আরও পড়ুন: ICICI FD Rates Hike: ফিক্সড ডিপোজিটের রেট বাড়াল ICICI ব্য🅠াঙ্ক!
২২ অক্টোবর ব্যাঙ্ক ছুটি
২২ অক্টোবর ধনতেরাস। 🍬সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি মাসের চতুর্থ শনিবারও।
২৩ অক্টোবর ব্যাঙ্ক ছুটি
রবিবার এমনিতেই সব ব্যাঙ্ক বন্ধ থাকে।
২৪ অক্টোবর ব্যাঙ্ক ছুটি
২৪ অক্টোবর কালীপু😼জো/দীপাবলি/দিওয়ালি (লক্ষ্মীপুজো)।
আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্ꦓগালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর ব্যাঙ্ক ছুটি
২৫ অক্টোবর লক্ষ্মীপুজো/দীপাবলি/গোবর্ধন পুজো।
গ𝔍্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুরে ব্যাঙ্ক বন🌄্ধ থাকবে।
২৬ অক্টোবর ব্যাঙ্ক ছুটি
২৬ অক্টোবর গো𒅌বর্ধন পুজো/বিক্রম সম্বন্ত নববর্ষের দিন/ভাই বিজ/ভাই দুজ/দিওয়ালি (বালি প্রতিপদ)/লক্ষ্মী পুজো
আমদাবাদ, বেলাপুর, বে♒ঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিমলা এবং শ্রীনগরে ব꧋্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর ব্যাঙ্ক ছুটি
২৭ অক্টোবর ভাইদুজ/চ𝓡িত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পুজো/দীপাবলি/নিঙ্গোল চাক্কুবা।
গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ ꦏথাকবে।
এরপর ফের,
৩০ অক্টোবর
রবিবার। সাপ্তাহিক ছুটি।
৩১ অক্টোবর
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী/ছটপুজো
আমদাবাদ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) তরফে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী দেশজুড়ে বা কখনও অঞ্চলভিত্তিকভাবে ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্কের অনলাইন, এটিএম পরিষেবায় যদিও এর প্রভাব পড়ে না। আরও পড়ুন: ꦯWorld Poverty Day: করোনার ধাক্কায় ধনীদের তুলনায় বিশ্বের দরিদ্রতম মানুষদের আয় কমেছে𓃲 দ্বিগুণ: রিপোর্ট
চলতি বছর দীপাবলি ২৪ অক্টোবর পালিত হবে
আলোর উত্সব দীপাবলি। সারা দেশে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। দীপাবলি হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসের পনেরোতম দিনে পালন করা হয়। এর চারটি দিনেরই আলাদা গুরুত্ব রয়েছে। এটি ভারতীয় ঐতিহ্যের একটি বড় অংশ। শুধু ভারত নয়, ভারতের বাইরেও বহু দেশে ধর্ম নির্বিশেষে এটি পালিত হয়। আনন্দ ও মঙ্গল কামনার উত্সব এটি।