ডিসেম্বরে মোট ১২ দিন ব্যাঙ্ক ছুটি। তবে এর মধ্যে কিছু ছুটি নির্দিষ্ট রাজ্য হিসাবে। উল্লেখ্য, প্রতি মাসে কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি থাকবে, তা নির্দিষ্ট করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্দিষ্ট সপ্তাহান্তের ছুটি থাকেই। তার সঙ্গে আঞ্চলিক বা জাতীয় উত্সবে বা বিশেষ দিনে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকে। তাই ডিসেম্বর মাসে কোন কোন দিন, কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে তা জেনে রাখুন। নির্দিষ্ট দিনে পরিকল্পনা করে ব্যাঙ্কে যান।এই মাসে দেশে ১২ দিন পর্যন্ত ব্যাঙ্কের শাখায় গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন উৎসব, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারও। একনজরে তালিকা:৩ ডিসেম্বর: সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উত্সবের কারণে গোয়াতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৫ ডিসেম্বর: রবিবার১১ ডিসেম্বর: দ্বিতীয় শনিবার১২ ডিসেম্বর: রবিবার১৮ ডিসেম্বর: ইউ সো সো থামের মৃত্যুবার্ষিকীর কারণে শুধুমাত্র মেঘালয়ে ব্যাংক বন্ধ১৯ ডিসেম্বর: রবিবার২৪ ডিসেম্বর: বড়দিনের উৎসব২৫ ডিসেম্বর: বড়দিন, শনিবার২৬ ডিসেম্বর: রবিবার২৭ ডিসেম্বর: বড়দিন উদযাপন (আইজলে ব্যাঙ্ক বন্ধ)৩০ ডিসেম্বর: শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ৩১ ডিসেম্বর: নববর্ষের আগের দিন, আইজওয়ালে ব্যাঙ্কগুলি বন্ধ