আগামী ফেব্রুয়ারিতে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই ১২ দিনের মধ্যে রয়েছে চারটি রবিবার এবং দুটি শনিবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ক্যালেন্ডার অনুযায়ী, রাজ্যভিত্তিক ছুটির কারণে সংশ্লিষ্ট রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে এমনিতেও ভিড় হয়, এমন স্থান এড়িয়ে যাওয়াই শ্রেয়। তাই আগে থেকেই পরিকল্পনা করে নিন, কোনদিন ব্যাঙ্কে যাবে। আর সেই জন্যই রইল ব্যাঙ্কের ছুটির তালিকা। এই দিনগুলি মাথায় রেখে ব্যাঙ্ক আসার পরিকল্পনা করুন। তবে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে। অনলাইন লেনদেনের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।ফেব্রুয়ারি মাসে কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকছে —২ ফেব্রুয়ারি : সোনম লোচার উত্সব, গ্যাংটকে(সিকিম)।৫ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী। আগরতলা, ভুবনেশ্বর ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ।১৫ ফেব্রুয়ারি : মহম্মদ হজরত আলি/লুই-গাই-নি'র জন্মবার্ষিকী। ইম্ফল, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ।১৬ ফেব্রুয়ারি : গুরু রবিদাস জয়ন্তী। চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।১৮ ফেব্রুয়ারি : দোলযাত্রার কারণে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। (যদিও ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ মার্চ দোলযাত্রা পড়েছে)। ১৯ ফেব্রুয়ারি : ছত্রপতি শিবাজি মহারাজ জন্মজয়ন্তী। বেলাপুর, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্কে ছুটি।এগুলি বাদে, ৬,১৩,২০ ও ২৭ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। আর ১২ এবং ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার।