এপ্রিল প্রায় শেষ হতে চলল। আজ ৩০ এপ্রিল। আগামিকাল থেকে শুরু হয়ে যাবে ২০২৩ সালের পঞ্চম মাস মে। প্রতি মাসের মতো মে'তেও দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যে তালিক🌼া ইতিমধ্যে প্রকাꦕশ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেইসঙ্গে সাপ্তাহিক ছুটির কারণে ছ'দিন ব্যাঙ্ক খুলবে না। সবমিলিয়ে এবার দেশে সবথেকে বেশিদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা এবং শিমলায়।
দেশের কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?
🌸১) ১ মে (সোমবার): মহারাষ্ট্র ডে এবং মে ডে'র জন্য একাধিক রাজ্যেব্যাঙ্ক বন্ধ থাকবে। সেগুলি হল - বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়𝓀াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, জয়পুর, কোচি, কলকাতা, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা এবং তিরবন্তনপুরম।
২) ২ মে (মঙ্গলবার): পুরনিগমের ভোটের জন্য শিমলায় ব্যাঙ্ক বন🌼্ধ থাকবে।
৩) ৫ মে 🌊(শুক্রবার): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, রাইপুর, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪) ৯ মে (মঙ্গলবার): রবীন্দ্রꦜনাথ ঠাকুরের জন্মবꦐার্ষিকীর জন্য শুধু কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫) ১৬ মে (মꦆঙ্গলবার): রাজ্য দিবস উপলক্ষ্যে গ্যাংটকে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬) ২২ মে (সোমবার):☂ মহারাণা প্রতꦆাপ জয়ন্তীর জন্য ২২ মে শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটির তালিকা (কবে কবে সাপ্তাহিক ছুটি)
১) ৭ মে: রবিবার।
২) ১৩ মে: দ্বিতীয় শনিবার।
৩) ১৪ মে: রবিবার।
৪) ২১ মে: রবিবার।
৫) ২৭ মে: চতুর্থ শনিবার।
৬) ২৮ মে: রবিবার।
(এই খবরটি আপনি পড়তে প🤪ারেন HT App থেকেও। এবার HT A🏅pp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )