কাগজের কাপের জন্য ক্রেতার কাছে ৫ টাকা চার্জ করে বিপাকে প💯ড়ল নামকরা একটি কফি কোম্পানি। ওই কোম্পানিকে গুনতে হল ২২ হাজার টাকা জরিমানা। এই জরিমানা করেছে চণ্ডীগড়ের ক্রেতা সুরক্ষা আদালত। চণ্ডীগড়ের সেক্টর ৩৫ এ অবস্থিত ওই কফি কোম্পানির আউটলেট এবং কফি কোম্পানিটিকে জরিমানার টাকা দিতে বলেছে চণ্ডীগড়ের ক্রেতা সুরক্ষা আদালত।
জানা গিয়েছে, বারিস্তা কফি কোম্পানি লিমিটেড এবং চণ্♐ডীগড়ের স্টোরের বিরুদ্ধে ক্রেত𒈔া সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন মোহালির বাসিন্দা শব্দপ্রীত সিং এবং পারমিন্দরজিৎ সিং। শব্দপ্রীত সিং অভিযোগ করেছেন, ২০২১ সালের ৯ জানুয়ারি তিনি চণ্ডীগড়ের সেক্টর ৩৫-এ বারিস্তা কফিতে গিয়েছিলেন এবং হট চকলেট অর্ডার করেছিলেন। তারজন্য তাঁকে ২ꩵ০০ টাকা🍃 বিল করা হয়। শব্দপ্রীত জানতে পারেন, কাগজের কাপের জন্য ৫ টাকা তাঁকে চার্জ করা হয়েছে। যা বিলে যুক্ত করা হয়েছিল।
তিনি ক্যাফের কাছে বিষয়টি জানান। কিন্তু, তারা কোনও কর্ণপাত না করায় তিনি উপভোক্তা ফোরামে গিয়ে অভিযোগ জানান। একই রকম অভিযোগ দায়ের করেন পরমিন্দরজ♏িৎ। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ক্রেতা সুরক্ষা আদালত বারিস্তা কফি কোম্পানি লিমিটেড এবং চণ্ডীগড়ের সেক্টর ৩৫- এ অবস্꧙থিত ওই কোম্পানির আউটলেটের কাছে এই পরিমাণ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে।