র𓆏াজনৈতিক আঙিনায় 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। এক্ষেত্রে বিজেপির নামই বেশিরভাগ সময় উঠে এসেছে। তবে এবার ভোটের পর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর পার্টি টিডিপির নেতা রামমোহন নাইডু কাড়লেন নজর। ৩৬ বছর বয়সী রামমোহন নাইডু মোদী ৩.০ মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন কেন্দ্র🧔ীয় অসামরিক বিমান পরিষেবার মন্ত্রী হিসাবে। দায়িত্বভার নেওয়ার আগে তাঁকে ঘিরে এক ঘটনা এবার খবরে।
ঘড়িতে ঠিক দুপুর ১.১১ মিনিট হতেই কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু তাঁর মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের আগে কাগজে লিখলেন ‘ওম শ্রীরাম’। একবার নয়, টানা ২১ বার। উল্লেখ্য, জানা যাচ্ছে যে, ওই ১.১১ মিনিটের সময়টিই বৃহস্পতিবার ছিল শুভ সময়। সেই দিন দায়িত্ব নেওয়ার আগে, কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু লেখেন ২১ বার ‘ওম শ্রীরাম’। রামমোহন নাইডুর এই ঘটনা আলাদা করে নজর কেড়েছে তাঁর অনুগামীদের। এছাড়াও মন্ত্রকে তাঁর কর্মী ও সহকর্মীদেরও বিষয়টি নজর কাড়ে। এদিকে, দায়িত্ব নেওয়ার পরই টিডিপির সাংসদ তাঁর মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের সংবাদ নিজের স্ত্রী, এবং পার্টির෴ প্রধান চন্দ্রবাবু নাইডুকে জানান। এদিকে, দায়িত্ব নেওয়ার পরই টিডিপির মন্ত্রী বলেন, শুধু মন্ত্রী হিসাবেই নন, তিনি যাত্রী হিসাবেও লক্ষ্য করেছেন বিমানের ভাড়া বেড়ে যাওয়ার বিষয়টি। তিনি জানান, তাঁর উদ্দেশ্য হল, বিমানের ভাড়া কমিয়ে তা সাধারণের সাধ্যের মধ্যে আনা। এই বিষয়ে তিন খুব শিগগিরই রিভিউ মিটিং করতে চলেছেন বলে খবর।
( Joe Biden Gaffe: ভুল 🀅করে মেলোনিকে স্যালুট বাইডেনের? ভাইরাল ভিডিয়ো, স্ত্রী বলছেন, ‘সুস্থ আছেন’ মার্কিন প্রেসিডেন🎐্ট)
( Elderly Persons Income: দেশে প্রতি ৩র মধ্যে ১ জন বয়স্কের গত এক 🉐বছরে রোজগার নেই, ২৯ শতাংশের পেনশন, PF রয়েছে- রিপোর্ট)
( Astro Tips: বাꦦড়িতে গোপালের মূর্তি আনার শুভ দিন কোনটি? সমৃদ্ধি পেতে শাস্ত্রমত ꦯএকনজরে)
বিমানের ভাড়া কমানোর দিক থেকে, কেন্দ্রীয় মꦛন্ত্রী বলেন, গোটা বিষয়টি বুঝতে তাঁকে তাঁর অফিসারদের সঙ্গে বসতে হবে। সংশ্লিষ্ট মহলের সঙ্গে বসতে হবে। তিনি জানালেন, তাঁর রিভিউ মিটিং এ বিমানের ভাড়ার ইস্যুকে প্রাথমিক গুরুত্ব দিতে চলেছেন। উল্লেখ্য, ২০২৪ লোকসভা ভোটে টিডিপির চন্দ্রবাবু নাইডুর দল কার্যত কিং মেকার। তাঁর দলের এই সাংসদ কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার আগে, এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধি൩য়া।