বর্ষবরণ ভাল কাটবে না বেঙ্গালুরুর স্কুলশিক্ষা মন্ত্রীর। কারণ বিশেষ আদালত তাঁকে ৭ কোটি টাকার জরিমানা করেছে। বেঙ্গালুরুর স্কুলশিক্ষা মন্ত্রী মধু বাঙ্গারাপ্পা একটি চেক দিয়েছিলেন। যা বাউন্স করে বলে অভিযোগ। এই💛 অভিযোগের ভিত্তিতে বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। সেখানে সওয়াল–জবাবের পর স্কুলশিক্ষা মন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়। আর ৬ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা দিতে নির্দেশ দেওয়া হয়। এই টাকা না মেটালে ৬ মাসের জেল পর্যন্ত হবে বলে জানিয়ে দিয়েছে বিশেষ আদালত।
এই ঘটনা প্রকাশ্যে আসায় হইচই পড়ে গিয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারাপ্পা আবার আকাশ অডিয়ো–ভিডিয়ো প্রাইভেট লিমিটেড সংস্থার ডিরেক্টর। তাঁকে এবার দোষী সাব্যস্ত করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর বিশেষ বিচারক জে প্রীতি এই রায় দেন। আর এই অঙ্কের টাকা দিতে নির্দেশ দেন। স্কুলশিক্ষা মন্ত্রীকে এই টাকা দিতে হবে রাজেশ এক্সপোর্টস লিমিটেডকে। এই সংস্থাই মামলা করেছিল বেঙ্গালুরুর স্কুলশিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে। ৬ কোটি𓆉 ৯৬ লাখ ৬০ হাজার টাকা দিতে হবে রাজেশ এক্সপোর্টস লিমিটেডকে। আর ১০ হাজার টাকা রাজ্যের হাতে দিতে হবে। ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা দিয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী মধু বাঙ্গারাপ্পা।
এদিকে এই কথা জানতে পেরে বিশেষ আদালত নির্দেশ দিয়েছে বাকি টাকা ৩০ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে মিটি🎀য়ে দিতে হবে। কারণ এই মন্ত্রী যে টাকার চেক দিয়েছিলেন সেটা বাউন্স করেছে। তার প্রেক্ষিতেই মামলা হয়। আর সেই মামলায় দোষী সাব্যস্ত হন বেঙ্গালুরুর স্কুলশিক্ষা মন্ত্রী মধু বাঙ্গারাপ্পা। এমনটা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারছেন না। বেঙ্গালুরুর স্কুলশিক্ষা মন্ত্রীর চেক বাউন্স এবং তার জন্য বিপুল টাকার জরিমানা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দেওয়া হয়নি, লোকসভা নির্বাচনে এট☂াই প্রচার করবে বিজেপি
অন্যদিকে মন্ত্রীর সংস্থা আকাশ ﷽অডিয়ো–ভিডিয়ো ৬ কোটি টাকা নিয়েছিল রাজেশ এক্সপোর্টস লিমিটেডের কাছ থেকে। তার সেটা ফেরত দেওয়ার সময় একটি চেক ইস্যু করা হয়। সেই চেক ইস্যু করা হয়েছিল ২০১১ সালের ১৬ জুলাই তারিখে। কিন্তু ব্যাঙ্কে গিয়ে তা বাউন্স করে। তারপর থেকে টাকা নিয়ে ঘোরাচ্ছেন স্কুলশিক্ষা মন্ত্রী বলে অভিযোগ বিপরীত সংস্থার। এই পরিস্থিতিতে সমস্ত নথি নিয়ে বিশেষ আদালতে মামলা করা হয়। তার জেরেই দোষী সাব্যস্ত হন স্কুলশিক্ষা মন্ত্রী মধু বাঙ্গারাপ্পা।