করোনা আবহে ক্রমেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে দেশের উপর। এই পরিস্থিতিতে দেশে শুরু হয়েছে কিশোর-কিশোরীদের টিকাকরণ। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে কিশোর-কিশোরীদের শুধুমাত্র কোভ্যাক্সিনই দেওয়া হবে। এই নিয়েই এবার টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক একটি বার্তা দিল টিকা দানকারী কর্মীদের উদ্দেশে। সংস্থার তরফে আর্জি জানানো হয় যাতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের যাতে শুধুমাত্র কোভ্যাক্সিনই দেওয়া হয়।এক টুইট বার্তায় ভারত বায়োটেকের তরফে লেখা হয়, ‘আমরা খবর পেয়েছি যে বেশ কিছু ক্ষেত্রে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের অন্য কোভিড টিকা দেওয়া হচ্ছে। আমরা স্বাস্থ্যসেবা কর্মীদের বিনীতভাবে অনুরোধ করছি যাতে তারা অত্যন্ত সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যাতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের শুধুমাত্র কোভ্যাক্সিন টিকা দেওয়া হোক।’এর আগে কোভ্যাক্সিন ভারত বায়োটেকের তরফে বলা হয়েছিল যে কিশোর-কিশোরীদের টিকা নেওয়ার পর কোনও পেনকিলার খেতে হবে না। ভারত বায়োটেকের তরফে বলা হয়, ‘আমরা জানতে পেরেছি যে কিছু টিকাদান কেন্দ্র শিশুদের কোভ্যাক্সিন দেওয়ার পর ৫০০ মিলিগ্রাম ৩টি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিচ্ছে। কোভ্যাক্সিন টিকা নেওয়ার পর কোনও প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধের সুপারিশ করা হয় না।’এদিকে ছোটদের টিকাকরণের সাফল্য নিয়ে আজই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য। তিনি টুইট করে জানিয়েছেন, একেবারে দ্রুতগতিতে চলছে বাচ্চাদের টিকাকরণ। তিনি লিখেছেন ছোট বন্ধুরা বেশ ভালো হচ্ছে। ১৫-১৮ বছর বয়সী ২ কোটিরও বেশি বাচ্চাদের কোভিডের প্রথম ডোজ দেওয়া হয়েছে।