হানিট্র𒁃্যাপের ফাঁদে পা দিয়ে আড়াই লক্ষ টাকা খাওয়ালেন ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (ভেল) একজন প্রাক্তন উচ্চপদস্থ অধিকারিক। রাশিয়ান ২ মহিলার সঙ্গে হাত মিলিয়ে ওই ব্যক্তিকে হানিট্র্যাপের ফাঁদে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রাক্তন আধিকারিক। তার ভিত্তিতে একজন🔯কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোবিন্দপুরা থানা এলাকায়।
আরও পড়ুন: মেয়ে সেজে ভারতীয়দের মধুচক্রে ফাঁসাচ্ছে পাক গুপ্তচররা, জানা গ﷽েল🔯 আদালতের নথি থেকে
জানা গিয়েছে, গ্যাংয়ের এক সদস্য তাঁকে হোটেলে দুই রাশিয়ান মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ভিডিয়ো রেকর্ডিং করে। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেওয়ার হু🍨মকি দিয়ে তাঁর কাছে ১ কোটি টাকা ꦑদাবি করে। এরপর ধাপে ধাপে আড়াই লক্ষ টাকা নিয়ে নেয়। গোবিন্দপুরার পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সি অভিযোগকারী অভিযুক্ত শশাঙ্ক ভার্মাকে আগে থেকে চিনতেন। শশাঙ্ক একজন ঠিকাদার। সে সাকেতনগরের বাসিন্দা।
অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, গত ১৪ অগস্ট শশাঙ্ক তাকে একটি হোটেলে নিয়ে 🅰যায়। সেখানে একজন মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেয় সে। এরপর প্রাক্তন অধিকারিককে মহিলার সঙ্গে একা রেখে হোটেল থেকে বেরিয়ে যায় শশাঙ্ক। পরের দিন শশাঙ্ক তার মোবাইল মহিলার সঙ্গে অফিসারের গোপন মুহূর্তের ছবি দেখায়। প্রথমে এক লাখ টাকা দাবি করে। কিন্তু, দাবি পূরণ না হলে ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মা🐼ধ্যমে প্রকাশ করার হুমকি দেয়। শুধু তাই নয়, এরপর প্রাক্তন আধিকারিক নিজেদের ক্রাইম ব্রাঞ্চের অফিসার দাবি করা কয়েকজনের কাছ থেকে ফোন পেতে শুরু করেন। তারা তাকে গ্রেফতারের হুমকি দেয়। পরে অভিযোগকারী শশাঙ্ককে ৫৫ হাজার টাকা দেন। পরে আবার ৫০ হাজার টাকা নেয়। এভাবে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয়।