ভোটমুখী আমেরিকায় অভি♓বাসন নীতি নিয়ে তুঙ্গে চর্চা। ইতিমধ্যেই রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে মুখ খুলেছেন। সদ্য ডোনাল্ড ট্রাম্পকে সমর্থ🐎নের বার্তাও দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এদিকে, এরপরেই ইলন মাস্ককে অবৈধ অভিবাসন নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না জো বাইডেন। কেন উঠল এই প্রসঙ্গ?
সদ্য ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিক💫ে সমর্থনের বার্তা দিয়েছেন ইলন মাস্ক। তারপরই ডেমোক্র্যাটদের তরফে জো বাইডেন বলেন,' বিশ্বের ওই ধনকুবের এককালে অবৈধ কর্মী ছিলেন যখন তিনি এখানে ছিলেন (আমেরিকায় আসেন)'। এর আগে মার্কিন সমাজ তোলপাড় করে অভিযোগ ওঠে, যে ধনকুবের ইলন মাস্ক যখন আমেরিকায় তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, তখন তিনি অবৈধভাবে অভিবাসন নীতি লঙ্ঘন করেছিলেন। এদিকে, সদ্য ভোটমুখী আমেরিকায় মাস্ক তাঁর এক্স প্ল্যাটফর্ম থেকে বারবার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন। বারবার তিনি আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সকলকে সতর্ক করেন।
( India andꩲ Iran-Israel Conflict: ইরানে ইজরায়েলের হানার পর ‘আলোচনায় আসার’ বার্তা ভারতের, মুখ খুলল পাকিস্তানও)
( Pawan S♋ingh: প্রার্থী করে অস্বস্তিতে পড়েছিল BJP, এবার ভোজপুরী গায়ক পবনের অনুষ্ঠান নিয়ে চাপে পড়ে শো বাতিল TMC MLAর)