নতুন তৈরি হয়েছে রাস্তা। একেবারে পাকা রাস্তা। আর নতুন পাকা রাস্তার কংক্রিটে বাইকের চাকা ক্রমশ আটকে যেতে দেখা গেল। তামিলনাড়ুর ভেল্লোরের এই✨ ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভেল্লোরের কালিগম্বল স্ট্রিটে এই ছবি উঠে আসতে শুরু করেছে।
ভেল্লোরকে বেছে নেওয়া হয়েছে স্মার্ট সিটি হিসাবে। তার লক্ষ্যেই রাতারাতি রাস্তাঘাট সুন্দর করা হচ্ছে শহরের। কাঁচা রাস্তা পাকা করা হচ্ছে চটজলদি। আর তার মাঝেই নতুন কংক্রিটের রাস্তায় বাইকের চাকা ঢুকে যাওয়ার মতো কাণ্ড ঘটে গেল। উল্লেখ্য, নিজের দোকানের সামনে রাস্তায় বাইক রেখে শিবা সেদিন বাড়ি চলে গিয়েছিলেন। সকালে এসে তাঁর চক্ষু চড়কগাছ! দেখেন কংক্রিটে আটকে রয়েছে বাইকের চাকা। জানা যায়, রাস্তা তৈরির তারাহুড়োতে বাইকের চাকার ওপর দিয়েই সিমেন্ট ঢালা হয়েছে। ফলে সেই চাকা সিমেন্টে আটকে রাস্তায় বসে গিয়েছে। ভিক্ষুকꦕের বেশে উত্তরপ্রদেশের পথে পথে ঘুরছিলেন এই বৃদ্ধ! আসল পরিচয় চꦺমকে ওঠার মতো
শিবার ভাই যুবরাজ বলছেন, তিনি দোকানে রাত ১১ টা পর্যন্ত ছিলেন। তবে কোনও রাস্তার কাজ দেখেননি। ঘটনার ভিড🏅িয়ো প্রকাশ্যে আসতেই তাজ্জব নেটিজেনরা। শিবা ও যুবরাজদের অভিযোগ, রাস্🐬তা তৈরির কোনও নির্দেশ আগে থেকে দেওয়া হয়নি। তার মাঝেই এই বিপত্তি ঘটে যায়।