শনিবার ভোররাতে মধ্যপ্রদেশের গুনা জেলার একটি জঙ্গলে কৃষ্ণসার শিকারিদের আক্রমণে তিন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনায় একজন চালকও জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নওশাদ মেওয়াতি নামে একজন চোরাচালানকারীও নিহত হয়েছে। জানা গিয়েছে, অরনের জঙ্গলে সাব ইন্সপেক্টর রাজকুমার জাটভ, কনস্টেবল নীরজ ভার্গব এবং সান্তরামকে গুলি করে হত্যা করা হয়।ঘটনা প্রসঙ্গে গুনার পুলিশ সুপার রাজীব মিশ্র বলেছেন, ‘গুনার অরনের জঙ্গলে কৃষ্ণসার শিকারের তথ্য পেয়েছিল পুলিশ। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে, মোটরবাইকে থাকা চোরাচালানকারীরা গুলি চালাতে শুরু করে। পুলিশ সদস্যরাও পাল্টা জবাব দেয়। গোলাগুলিতে তিন পুলিশ সদস্য এবং এক চোরা শিকারী নিহত হয়। পুলিশের গাড়ির চালকও জখম হয়েছেন।’স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা গোবিন্দ সিং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরবর্তী আত্মীয়দের জন্য ১ কোটি টাকার এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন।