গত ৫ অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপরেই তাঁর দল আওয়ামী লিগের নেতাদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ করেছে বাংলাদেশের অন্তর্বতী সরকার। বিরোধী দল বিএনপির দাবি ছিল, আগামী ১০০ বছরে আওয়ামী লিগ ঘুরে দাঁড়াতে পারবে না। তবে এই পরিস্থিতির মধ্যেও আবার ঘুরে দাঁড়াতে চাইছে আওয়ামী লিগ। সম্প্রতি দলের এক নেতা বাংলাদেশের মানুষকে নিয়ে অন্তর্বতী সরকারেꦬর বিরুদ্ধে রাজপথে নামার ডাক দিয়েছেন। এই অবস্থায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লিগ যাতে কোন🌸ওভাবে ফিরতে না পারে তার জন্য জামাতে ইসলামির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিল বিএনপি।
আরও পড়ুন: দ্রুত স্থায়ী সরকার গড়তে ইউনুসের 'রোড🌸 ম্যাপ' কী?✅ তা জানাতে বললেন বিএনপি নেতা
জামাতের সঙ্গে জোট সম্পর্কে মন্তব্য করে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস সোমবার বলেছেন, ‘আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমরা এই দেশকে পুনর্গঠন করতে পারি।’ প্রসঙ্গত, জামাত দলটি অতীতে বিএনপির সঙ্গে জোটে থাকলেও এবার তারা ভোটে আলাদাভাবে লড়তে পারে বলেই মনে করা হচ্ছিল। তবে বিএনপির দাবি, হাস💎িনা ভারতে পা☂লিয়ে গেলেও তাঁর সহযোগীরা দেশেই রয়েছেন।তাই জামাত এবং বিএনপি একজোট হয়ে থাকলে আওয়ামী লিগ আর ফিরে আসতে পারবে না।
উল্লেখ্য, রবিবার আওয়ামী লিগ ইঙ্গিত দিয়েছে, যে তারা ইউনুস সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন শুরু করতে পারে। বাংলাদেশের জনতাকে নিয়ে তারা রাজপথে নামবে। হাসিনার দল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কথা ঘোষণা করে। আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদকের কথা উল্লেখ করে ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, ‘আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রদর্শন ও পুনরায় শুরু করার পরিকল্পনা করছি।’ তারপরেই এমন মন্তব্য বিএনপির নেতার।মির্জা আব্বাস আরও বলেন, ‘আওয়ামী লিগ-বিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লিগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। এখন আমরা আওয়ামী লিগ-বিহীন বাংলাদেশ চ🐬াই।’
তিনি আরও বলেন, ‘আমরা 🌠খুশি যে আওয়ামী লিগের পতন হয়েছে। তবে রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গাতেই এখনও তাদের চর উপস্থিতি আছে। এদেඣরকে রেখে কোনওভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।’বিএনপি নেতা বলেন, জামাত ইসলামি, বিএনপি ও অন্যান্য দল যদি একসঙ্গে কাজ করে তাহলে দেশ পুনর্গঠিত হতে পারবে। তা নাহলে বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে। এটা হতে দেওয়া যাবে না।