পাকিস্তান থেকে ভারতে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থানের শ্রী গঙ্গানগরে দুই সশস্ত্র পাচারকারীকে খতম করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহতদের থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং পাকিস্তানি মুদ্রা।বিএসএফ জানিয়েছে, গতরাতে শ্রী গঙ্গানগরের খায়ালিওয়ালার বর্ডার পোস্টের কাছ দিয়ে পাকিস্তান থেকে ভারতে মাদক পাচার করা হবে বলে নির্দিষ্ট গোয়েন্দা বার্তা মিলেছিল। মাদক পাচারের সেই চেষ্টা ভেস্তে দিয়েছেন সতর্ক জওয়ানরা। কাঁটাতারের আগে দুই সশস্ত্র পাচারকারীকে নিকেশ করা হয়েছে। নিহত অনুপ্রবেশকারীদের কাছ থেকে দুটি পিস্তল, চার ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি, আট প্যাকেট মাদক (ওজন প্রায় আট কিলোগ্রাম), একটি নাইট ভিশন ডিভাইস (দুটি অতিরিক্ত সেল ছিল), ১৩,০০০ পাকিস্তানি মুদ্রা (পাকিস্তানি রুপি) উদ্ধার করা হয়েছে। একজনের জাতীয় পরিচয়পত্রও (৩১১০৩-৭২৫৪২০২) মিলেছে। তাতে শাহবাজ আলি (বাবার নাম মুস্তাক আহমেদ) নাম আছে। জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮৭ সালের ১১ মার্চ।আপাতত এলাকায় তল্লাশি চালাচ্ছেন বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। গজসিংপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।