নেহা এলএম ত্রিপাঠি
বুলেট ট্রেন প্রকল্পের প্রধান সতীশ অগ্নিহোত্রীকে চাকরি থেকে সরিয়ে দিল সরকার। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তিনি ন্যাশানাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে তাঁক𒐪ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশে উল্লেখ করা হয়েছে, তিন মাসের জন্য ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ারিংয়ে ডিরেক্টর( NHSRCL) পদে কর্মরত র♛াজেন্দ্র প্রসাদ এই দায়িত্ব সামলা𒐪বেন। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব সামলাবেন।
তবে এনিয়ে NHSRCL মুখপাত্র কোনও মন্তব্য করতে চাননি। অগ্নিহোত্রীর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে সেই প্রসঙ্গেও কেউ কোনও মন্তব্য করতে চাননি। প্রসঙ্গ♌ত অগ্নিহোত্রী ১৯৮২ ব্যাচের IRSE আধিকারিক। গত বছর জুলাই মাসে তিনি NHSRCL এর CMD ছিলেন।
তবে রেল আধিকারিকদের মতে, ২০১১ সালের একটি মামলায় অগ্নিহোত্রীকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, ওই আধিকারিকের বিরু💖দ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই তাঁকে ﷽টার্মিনেট করা হয়েছে। আপাতত সেই কেসটি সিবিআইয়ের হাতে রয়েছে।
ওই আধ🗹িকারিকের এক ব্যাচমেটই অভিযোগ তুলেছিলেন, অগ্নিহোত্রী যখন রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মরত ছিলেন তখন তিনি এমন একটি কোম্পানিকে কনট্রাক্ট পাইয়ে দিয়েছিলেন যে কোম্পানিতে কর্মরত ছিলেন তাঁর পুত্র। অন্যদিকে অবসর নেওয়ার এক বছর আগেই ওই আধিকারিক একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন। কিন্তু এটাও নিয়মবিরুদ্ধ।