বর্তমান করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে বেশি বের না হওয়াই ভাল। কিন্তু গাড়ি বা মোটরসাইকেলে RTO সংক্রান্ত কাজকর্ম থাকলে? চিন্তা নেই। জনসাধারণের সুবিধার্থে মোট ১৮টি পরিষেবা অনলাইনে দিচ্ছে RTO । তাই বাড়ি বসেই নিশ্চিন্তেই এই কাজগুলি সেরে ফেলতে পারবেন। এই সংক্রান্ত মোট ১৮টি সুবিধা মিলবে।শুধু তাই নয়, কেন্দ্রের দাবি নয়া ব্যবস্থায় এ ধরণের সরকারি কাজের গতি বেশ খানিকটা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত প্রতারণা চক্রের ফাঁদে আর কেউ পড়বেন না। তাছাড়া, কম সময়ে অনেক বেশি কাজও হবে।ড্রাইভিং লাইসেন্স ও সার্টিফিকেট রেজিস্ট্রেশনের মতো কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণটাই হবে অনলাইনে।অথেন্টিকেশানের মাধ্যমে যে কেউ খুবই সহজে এই কনট্যাক্টলেস সার্ভিস ব্যবহার করতে পারবেন।আধার কার্ড অথেন্টিকেশান থাকলেই এই সমস্ত সুবিধা পাবেন।কিন্তু, যাঁদের এখনও আধার কার্ড এসে পৌঁছয়নি তারা কী করবেন? সেক্ষেত্রে এনরোলমেন্ট স্লিপ-এর আইডি-তেই কাজ হবে।যে যে সুবিধাগুলি পাবেন:১. Learner’s License২. Driving License-এর রিনিউয়াল (নতুন করে টেস্ট দেওয়ার প্রয়োজন নেই এমন ক্ষেত্রে)৩. Driving License ও Certificate of Registration-এ থাকা ঠিকানা বদল।৪. Duplicate Driving License৫. ইন্টারন্যাশানাল ড্রাইভিং পারমিট৬. Class of Vehicle from License সারেন্ডার করা।৭. মোটর ভিহেকল-এর Temporary Registration৮. সম্পূর্ণ বডিযুক্ত মোটর ভিহেকল-এর রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন।৯. Duplicate Certificate of Registration-এর অ্যাপ্লিকেশন।১০. Certificate of Registration-এর ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট।১১. মোটরগাড়ির মালিকানা পরিবর্তনের অর্থাত্ Ownership Transfer-এর নোটিস।১২.Ownership Transfer-এর অ্যাপ্লিকেশন।১৩. অ্যাক্রেডিটেড ড্রাইভার ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং ট্রেনিং-এর রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন।১৪. সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনে অ্যাড্রেস বদলের ইন্টিমেশন।১৫. দূতাবাসের গাড়ির রেজিস্ট্রেশনের আবেদন।১৬. দূতাবাসের গাড়ির নতুন রেজিস্ট্রেশন মার্ক-এর আবেদন।১৭. ভাড়া-কেনা ইত্যাদির Agreement-এর Endorsement ।১৮. ভাড়া-কেনা ইত্যাদির Agreement-এর টার্মিনেশন।