সিবিআই ২৫টি স্থানে তল্লাশি চালিয়েছে। আর তারপরেই একজন প্রাক্তন জেনারেল ম্যানেজার-সহ ২১ জন BSNL আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। NDTV-তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত কর্তারা ঠিকাদারের সঙ্গে হাত মিলিয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেডের(BSNL) লোকসান করিয়েছেন। আরও পড়ুন: কাঁথি থা🎶নায় হাজির হলেন সিবিআই অফিসাররা, কো൲ন দুর্নীতির তদন্ত করতে?
CBI আরও জানিয়েছে, BSNL অসম সার্কেলের আধিকারিকদের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছে। এর মধ্যে প্রাক্তন জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোরহাট, শিবসাগর, গুয়াহাটি এবং অন্যান্য𒈔 জায়গায় চিফ অ্যাকাউন্টস অফিসাররা রয়েছেন।
FIR-এ আলাদা করে এক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। তবে তিনি সংস্থার কর্মী নন। এমনটাই জানিয়েছেন CBI আধিকারিকরা। 'অভিযোগ অনুযায়ী, উক্ত ঠিকাদার💃কে ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক কেবল বসানোর একটি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। ওপেন ট্রেঞ্চিং সিস্টেমে প্রতি𝓡 কিলোমিটারে ৯০,০০০ টাকা দর ধরা হয়েছিল,' শুক্রবার এক বিবৃতিতে সিবিআই মুখপাত্র এমনটাই জানিয়েছেন।
'অভিযোগ, পরবর্তীকালে ঠিকাদার নানা অজুহাত দিতে থা🌃কেন। কখনও বলেন, জমির মালিকের কাছ থেকে রাস্তার অধিকার পাননি। আবার কখনও ওপেন ট্রেঞ্চিং পদ্ধতিতে পরিবর্তনের জন্য ২.৩০ লক্ষ টাকা প্রতি কিলোমিটার রেট প্রদানের আবেদন করে। BSNL-এর এতে প্রায় ২২ কোটি টাকা ক্ষতি হয়েছে,' জানিয়েছেন তদন্তকারী আধিকারিক।
সম্প্রতি FIR করার পরে, সিবিআই শুক্রবার অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং হরিয়ানায় অভিযুক্তদের অফিস এবং বাসভবন-সহ ২৫টি স্থানে তল্লাশি চালিয়েছে বলে জানান তিনি। আরও পড়ুন: Municipal ꦑRecruitment Scam: হাই ✨কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য, পুর নিয়োগ দুর্নীতিতে বহাল CBI তদন্তের নির্দেশ