আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই দশম এবং দ্বাদশ ꧅শ্রেণির পরীক্ষার ফলাফল। এই প্রথমবার কোনও পরীক্ষা না নিয়েই ফল প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই🧸)।
কোথায সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানবেন (CBSE result 2021)?
সেন্ট্রಌাল বোর্ড অফ 🌠সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট -তে ফল প্রকাশিত হবে। এছাড়াও এবং থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।
কীভাবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল দেখবেন CBSE result 2021?
আনুষ্ঠানিক ঘোষণার পর পর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বোর্ডের 🅷রোল নম্বর, প্রার্থীদের নাম, জন্মতারিখ দিয়ে ফল দেখতে পাবেন।
দশম শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া
করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১৫ এপ্রিল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। তার ভিত্তিতে ১ মে মূল্যায়ন প্রক্রিয়ার ঘোষণা করেছে সিবিএসই। জানানো হয়, ইউনিট টেস্ট, প্রি-বোর্ড পরীক্ষা এবং হাফ-ইয়ার্লি পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে যাতে পড়ুয়াদের অহেতুক বেশি নম্বর দেওয়া না হয়,🍌 সেজন্য গত তিন শিক্ষাবর্ষে (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০) সংশ্লিষ্ট স্কুলের সেরা ফলের নিরিখে বিষয়ভিত্তিক গড় নম্বরের থেকে সর্বাধিক দু'নম্বরের হেরফের হতে পারে।
দ্বাদশ শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া
চলতি বছর দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল নিয়ে দ্বাদশের বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কেন্দ্রীয় বোর্ডের তরফে জান🥂ানো হয়েছে, ৩০ শতাংশ ধরা হবে দশম শ্রেণির। একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ। আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির।