৪ জুন নির্ধারিত হয়ে গেল আগামী ৫ বছরের জন্য ভারতের ভবিষ্যৎ। সকাল থেকেই টানটান লড়াই চলেছে। এবার লোকসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লড়াই করেছেন তাঁদের কার কী অবস্থা ⛄হল দিনশেষে? কারা জয়ী হলেন? কারাই বা পরাজিত হলেন?
আরও পড়ুন: 'গত 💜২ ঘণ্টা ধরে কী চলছে?' আপডেট আসতে দেরি, 🉐ইলেকশন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলল কংগ্রেস
মান্ডি থেকে এবার বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলেন কঙ্গনা রানাওয়াত। প্রথমবার রাজনীতির ময়দানে নেবেই চমক দিলেন তিনি। হিমাচল তার নিজের মেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়েকেই বেছে ন💞িল এবার। মথুরাতেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন হেমা মালিনী। বিপুল ভোটে জয়ী হয়েছেন এদিন। ট্রেন্ড দেখে জয় নিশ্চিত বুঝেই রাধা রমন মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি।
অন্যদিকে প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ অনেকটা লিড নিয়ে এগিয়ে যান 'রাম' অরুণ গোভিল🎃। মিরাট থেকে লড়াই করেছেন তিনি। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে। তবে কারাকাট কেন্দ্র থেকে জিততে পারলেন না ললিপপ লাগেনু গানের গায়ক পবন সিং।
অন্যদিকে বাংলায় বিজেপির দুই প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় দুজনেই পরাজিত হয়েছেন। দেব বিপুল ভোটে হিরণকে হারিয়ে আবারও ঘ🍎াটাল কেন্দ্রে জয়ী হলেন। অন্যদিকে হুগলি কেন্দ্রে প্রথমবার লড়াইয়ে নেমেই জয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরাজিত করলেন লকেটকে।
যাদবপুরে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। জুন মালি🃏য়াও বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুরে জয় হয়েছেন। শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন। চমক দিয়ে এবার বহরমপুরে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। আসানসোল কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন শত্রুঘ্ন সিনহা।