ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। তাঁদের দাবি কমিশন নাকি কারচুপি করছে, দেরি করে সাইটে কেন আ🐓♏পডেট আসছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
আরও পড়ুন: 'এবার অন্য কাউকে ব্যাগ গুছিয়ে পালাতে হবে'ꩵ, বিপুল ভোটে এগিয়ে যেতেই বিক্রমাদিত্যকে আক্রমণ শানালেন কঙ্গনা
কী বলছে কংগ্রেস?
এদিন গত ২ ঘণ্টা ধরে নাকি ইলেকশন কমিশনের সাইটে ঠিকঠাক আপডেট আসছে না। স্লো আপডেট আসছে। এমনই অভিযোগ করেছে কংগ্রেস কর্মী, ন✨েতারা। এই বিষয়ে তাঁরা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন।
আরও পড়ুন: বাংলায় মমতা ম্যাজিক, কালীঘাট ধুয়েꦓ যাচ্ছে সবুজꦐ আবীরে, Modi - Modi নয়, দিদির নামে জয়ধ্বনি রাজপথে
জয়রাম রমেশ এক্🦩স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'ইলেকশন কমিশন আপনাদের ECI ওয়েবসাইটে এবং অন্যান্য চ্যানেলে রেজাল্ট ঠিক ভাবে আপডেটেড কেন হচ্ছে না? সঠিক সময় সঠিক তথ্য কেন প্রকাশ্যে আসছে না গত ২ ঘণ্টা ধরে?'
পবন খেরা নামক আরেক ব্যক্তি লেখেন, 'এই ভোটের ফলাফল আটকে আছে কেন? আপডেট হচ্ছে না কেন? কী চলছে ইলেকশন কম🐼িশন?'
আরও পড়ুন: তৃণমূল ঝড় রাঢ়বঙ্গেও, বীরভূম থেকে পুরুলিয়া, জেত🍸া আসন ধরে 𒉰রাখতে কঠিন লড়াইয়ে BJP
প্রসঙ্গত বর্তমানে এক্সিট পোলের রেজাল্টকে ওলোট পালোট করে চমকে দিয়েছে ভোট গণনার ফলাফল। বর্তমানে ২৯৫ আসনে এগিয়ে আছে এনডিএ। অন্যদিকে❀ ২২৯ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। রাজ্যে আবার ৩২ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৯ আসনে এগিয়ে বিজেপি। সিপিএম খাতা খুলতে পারেনি। তবে কংগ্রেস ১টি আসনে এগিয়ে।