হাই কোর্টে এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে কলেজিয়ামের সঙ্গে কেন্দ্রের সংঘাত লেগেই রয়েছে। এই আবহে কয়েকদিন আগেই এক আইনজীবীকে বিচারপতি পদের জন্য সুপারিশের পক্ষে যুক্তি দিয়ে কলেজিয়ামের তরফে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। উল্লেখ্য, যখন কোনও আইনজীবী বা বিচারককে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি করার জন্য সুপারিশ করা হয়, তখন আইবি বা 'র'-এর তরফে 'ব্যাকগ্রাউন্ড চেক' করা হয়। এই ক্ষেত্রে সেই আইনজীবীর 'ব্যাকগ্রাউন্ড চেক'-এর রিপোর্টের কিছু অংশ সুপ্রিম রেজোলিউশনের মাধ্যমে প্রকাশ করেছিল কলেজিয়াম। আর তাই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এই নিয়ে কিরেন রিজিজু বলেন, 'দেশের জন্য গোপনে কাজ করেন ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকরা। এভাবে যদি তাঁদের ফাইল জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে এরপর তাঁরা এই কাজ করার আগে দু'বার ভাবতে বাধ্য হবেন।' (আরও পড়ুন: ফের ঝামেলায় জ♋ড𝕴়ালেন কাউন্সিলররা, দ্বিতীয়বার স্থগিত হয়ে গেল দিল্লির মেয়র নির্বাচন)