কয়েকদিন ধরেই জল্পনা ছড়াচ্ছিল যে হয়ত ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি পিছিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্র এই জল্পনা উড়িয়ে জানিয়ে দিল যে ন্যূনতম মজ🔥ুরি ঠিক করার ক্ষেত্রে আর দেরি করতে চায় না কেন্দ্র। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ন্যূনতম মজুরি স্থির করার পদ্ধতি খতিয় দেখতে কমিটি তৈরি করে শ্রম মন্ত্রক। তবে কমিটি নিয়ে রয়েছে বিতর্ক। কারণ সেই কমিটিতে কোনও শ্রমিক প্রতিনিধি রাখা হয়নি।
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম মজুরি আলাদা আলাদা। আবার একই শিল্পের ক্ষেত্রে এক একটি রাজ্যে ন্যূনতম মজুরি আলাদা। এই পরিস্থিতিতে গোটা দেশে নতুন শ্রম বিধি লাগু করার পথে হাঁটতে চাইছে কেন্দ্র। এই নয়া বিধিতে বিভিন্ন শিল্পের ন্যূনতম মজুরির পাশাপাশি ন্যাশনাল ফ্লোর মিনিমাম ওয়েজ স্থির করার কথা বলা হয়েছে। কোনও ক্ষেত্রেই ন্যূনতম ব🌠েতন সেই জাতীয় স্তরের চেয়ে কম হতে পারবে না।
ইনস্টিটিউট অফ ইকনমিক গ্রোথ-এর অধ্যাপক অজিত মিশ্রের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র। জুন মাসেই গঠিত হয় এই কমিটি। আগামী তিন বছরের জন্য ন্যূনতম মজুরি স্থির করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। উল্লেখ্য, অনেকের যুক্তি ছিল, যদি কেন্দ্র দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তিন বছর মেয়াদী কমিটি কেন গঠন করা হল। এই প্রেক্ষিতে শ্রম মন্ত্রকের দাবি, ন্যূনতম মজুরির নিয়ম চালুর পরও পরামর্শ প্রয়োজন হতে পারে। সেই কারণেই তিন বছরের মেয়াদে এই 🍨কমিটি গঠিত হয়েছে।
অজিত মিশ্র ছাড়াও এই কমিটিতে আরও রয়েছেন আইআইএম ক্যালকাটার অধ্যাপক তনিকা চক্রবর্তী, ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের সিনিয়র ফেলো অনুশ্রী সিন্হা, ভিভি গিরি ন❀্যাশনাল লেবর ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল এইচ শ্রীনিবাস, শ্রম মন্ত্রকের যুগ্ম সচিব বিভা ভল্লা। এই কমিটিꦦ প্রথম বৈঠকে বসে ১৪ জুন। ২৯ জুন পরবর্তী বৈঠকে বসার কথা কমিটির সদস্যদের।