দীর্ঘ টালবাহানার পরে গত সপ্তাহে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন চম্পাই সোরেন। এই আবহে আজ তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য আস্থা ভোট বিধানসভায়। সেখানেই বক্তব্য রাখতে উঠে চম্পাইয়ের অকপট বক্তব্য, 'আমি হেমন্ত সোরেন পার্ট ২।' চম্পাই আজ বলেন, 'গোটা দেশ আজকে দেখছে যে হেমন্ত সোরেনের বিরুদ্ধে কতটা অবিচার করা হচ্ছে। ঝাড়খণ্ডের যে কোনও গ্রামে আজ হেমন্ত সোরেনের চালু করা প্রকল্প চলছে। আমি গর্ব করে বলতে চাই আমি হেমন্ত সোরেনের দ্বিতীয় সংস্করণ।' (আরও পড়ুন: 'আ꧅র কোনও দিকে তাকাব না তাহলে…', কাশী-মথুরার মসজিদ 'চাইলেন' রামমন্দি🍎রের আধিকারিক)
আরও পড়ুন: RBI-এর নিষেধাজ্ঞার পর এবার ED-র নজরে পেটিꦅএম? চাপ🌌ে পড়ে কী বলছে সংস্থা?
এদিকে বিরোধী বিজেপিকে তোপ দেগে চম্পাই সোরেন বলেন, 'ঝাড়খণ্ডের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি।' এদিকে আজ ফের একবার নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন প্রাক🗹্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডির হাতে গ্রেফতার হলেও আস্থা ভোটে অংশ নিতে আজ বিধানসভায় পৌঁছন তিনি। বিধানসভায় আজ হেমন্ত সোরেন বলেন, 'আমি কোনও কেলেঙ্কারি করেছি, তা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের সপক্ষে নথি থাকলে তা পেশ করা হোক। আমার গ্রেফতারির নেপথ্যে রাজভবনের ভূমিকা আছে। কিন্তু আমি ভয় পেয়ে লড়াইয়ের ময়দান ছাড়ব না। সময়ের চাকা ঘুরবে। আমি আবারও আপনাদে﷽র সামনে হাজির হব।'
আরও পড়ুন: যাত্রীভাড়া ছাড়াও পকেটে আসছে কোটি♐ কোটি টাকা, ৯ মাসে ৪৯% বিকল্প আয় বাড়ল মেট্রোর