ইজরায়েলের এয়ারফোর্সের দাবি তারা হামাসের বিমান বাহিনীর প্রধান মুরাদ আবু মুরাদকে নিকেশ করে দিয়েছে। রাতভর অভিযান করে তারা বিমান বাহিনীর প্রধানকে শেষ করে দিয়েছে। গাজা স্ট্রিপের একটা ডেরা থেকে তারা এই সব কীর্তি চালাচ্ছিল। সেখানেই হামলা চালায় ইজরায়েলের বাহিনী। ইজরায়েলের এয়ারফোর্সের দাবি, এই মুরাদ আবু মুরাদ হল মূল চক্রী। সে ওই ডেরা থেকে গোটা অপারেশনের নেতৃত্ব দিচ্ছিল। এবার তাকে নিকেশ করা হয়েছে। ইজরায়েলের এয়ার ফোর্স এক্স প্লাটফর্মে জানিয়েছেন, এয়ারফোর্সের যুদ্ধ বিমান হামাস জঙ্গিদের ডেরায় হামলা চালিয়েছিল। সেখান থেকেই ওরা নানা কীর্তি কলাপ চালাচ্ছিল। আর সেই অভিযানে মুরাদ আবু মুরাদকে নিকেশ করা হয়েছে। সে শনিবারের হামলায় নেতৃত্ব দিয়েছিল। সেই সঙ্গে তারা জানিয়েছে, রাতভর হামলা চালানো হয়েছিল। ইজরায়েলের এয়ারফোর্স জানিয়েছে হামাস কমান্ডো ফোর্সের একাধিক ডেরায় আঘাত হানা হয়েছে। ৭ অক্টোবর তারা অনুপ্রবেশ করেছিল। টাইমস অফ ইসরায়েলে তেমন খবর প্রচারিত হয়। সেই সঙ্গেই তারা জানিয়েছে প্রতিরক্ষার জন্য যেটা দরকার সবটা করবে ইজরায়েল। এনিয়ে কোনও কথা হবে না। এক্স হ্যান্ডেলে ইজরায়েলের এয়ারফোর্স জানিয়েছে, গত রাতে ইজরায়েলের বায়ুসেনা অভিযানে নেমেছিল। হামাস জঙ্গিদের পাশাপাশি নুখবা জঙ্গিদের ডেরায় হানা দেওয়া হয়েছে। ইজরায়েল এয়ারফোর্স অপর একটি বার্তায় জানিয়েছে, লেবানন থেকে ইজরায়েলে আসার চেষ্টা করছিল জঙ্গিরা। কিছুক্ষণ আগে সেনারা সেটা ধরে ফেলেছে। একাধিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত মুখপাত্র লেফটেনান্ট কর্নেল জোনাথন কনরিকাস জানিয়েছেন, প্যালেস্তাইনের সাধারণ মানুষ তাদের পরিবারের সুরক্ষা কথা ভাবছেন। আমরা যেভাবে সতর্ক করছি সেই অনুসারে তারা কাজ করছেন।এটা ভালো দিক। তারা বিপদের জায়গা থেকে সরে যাচ্ছেন। শুক্রবার গাজা শহর থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য বলেছিল ইজরায়েল। কারণ তারা চায় না সিভিলিয়ানরা এই যুদ্ধের মধ্য়ে পড়ে যান। কারণ ইজরায়েল ডিফেন্স ফোর্স মূলত হামাস ও তার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে।