শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ঠিক যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘিরে নানান পর্ব পার হচ্ছে, তখনই বাংলাদেশের পাঠ্যবইতে অরুণাচল প্রদেশ, আকসাই চিনের ম্যাপের অংশটি নিয়ে আপত্তি তুলল চিন। বাংলাদেশের পাঠ্যবই ছাড়াও, সেদেশের জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল ও আকসাই চিনকে ভারতের অংশ দেখানো হয়েছে বলে গোঁসা চিনের! এছাড়াও বাংলাদেশের পাঠ্যবই ও জরপি দফতরের ওয়েবসাইটে হংকং ও তাইওয়ানের মানচিত্র নিয়েও ব💙ক্তব্য রয়েছে বেজিংয়ের। কী বলেছে চিন?
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুসারে, বাংলাদেশকে পাঠ্যবই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া মানচিত্র (ম্যাপ) ও তথ্য সংশোধনের অনুরোধ জানিয়ে ঢাকাকে চিঠি দিয়েছিল বেজিং। সময়টা গত বছরের নভোম্বর। উল্লেখ্য, সেই সময় চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারি, শেখ হাসিনার দেশ ছাড়ার পরবর্তী সময়কাল ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে বেশ কিছু পর পর অধ্যায় দেখা গিয়েছে। যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। এই অবস্থায় এদিকে, চিন পাঠিয়েছিল বাংলাদেশকে ওই ম্যপ সম্পর্কি অনুরোধের চিঠি। চিনের দাবি, অরুণাচল প্রদেশ, আকসাই তিনকে বাংলাদেশের পাঠ্যবই ও জরিপ দফতরের ওয়েবসাইটে ভারতের অংশ হিসাবে দেখানো ঠিক হয়নি। এখানেই শেষ নয়। বাংলাদেশের পাঠ্যবই ও জরিপ দফতরের ওয়েবসাইটে হংকং ও তাইওয়ানকে চিনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানোর বিষয়টি নিয়েও ꦑআপত্তি রয়েছে বেজিংয়ের। বিষয়টি নিয়ে ঢাকা-বেজিং কথাবার্তা হয়েছে বলে খবর। বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক নাম প্রকাশে অনিচ্ছুক অফিসারকে উদ্ধৃত করে এই তথ্য পেশ করেছে প্রতিবেদনটি।
এদিকে, চিনের আপত্তির কথা জেনে বাংলাদেশের ইউনুস সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে। বোর্ডের তরফে ইউনুস সরকারের বিদেশমন্ত্রককে জানানো হয়, এরই মধ্যে নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফলে এবার সংশোধনের কোনো সুযোগ নেই। এছাড়াও হঠাৎ এমন সংশোধন করা যায় কি না, তা নিয়েও রয়েছে জল্পনা। তবে, রিপোর্ট দাবি করছে, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ওই ওয়েবসাইট ও পাঠ্যবইতে এই মানচিত্র ছাপা হচ্ছে। জানা যাচ্ছে, বাংলাদেশের ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’বইতে থাকা ওই মানচিত্র নিয়ে আপত্তি রয়েছে চিনের। উল্লেখ্য, বহুদিন ধরেই চিনের দাবি, অরুণাচল তাদের এলাকা, অরুণাচল প্রদেশকে তারা জ্যাংনান নাম দিয়ে আগ্রাসনের কূটনীতি বহু সময়ই চড়া করেছে। সেই প্রেক্ষাপটে এই নয়া ঘটনা বেশ তাৎপর্য൲পূর্ণ। এছাড়াও ওই বইতে বাংলাদেশের পণ্যের রপ্তানি গন্তব্য দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসাবে উল্লেখ করা নিয়ে আপত্তি রয়েছে চিনের। জানা গিয়েছে, চিনের প্রতি বার্তায় বাংলাদেশ, বিষয়টি পরে সমন্বিতভাবে সুরাহা কর🍷ার আশ্বাস দিয়েছে।