ফের একবার বাংলাদেশে তিস্তা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করল চিন। সম্প্রতি রংপুর ও লালমনিরহাট জেলার মাঝে তিস্তা রেলওয়ে সেতুসংলগ্ন চরে তিস্তা নদীর জলবণ্টন নিয়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি। এই আবহে ব্রিটেনে বসে বিএনপি নেতা তারেক রহমান আবার বয়ান দিয়েছিলেন, 'তিস্তায় ভারতের আচরণ অন্যায্য।' এহেন পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সম্প্রতি। এর জবাবে চিনা রাষ্ট্রদূত বললেন, 'তিস্তা প্রকল্প বাস্তবায়নে চিন প্রস্তুত আছে।' এরই সঙ্গে অবশ্য তিনি বলেন, 'তিস্তা প্রকল্প হলে তা কীভাবে বাস্তায়িত করা হবে, তা নিয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।' (আরও পড়ুন: গুজরাটের পুরভোটে বিজেপিকে চমক🅷ে দিল সমাজবাদী পার্টি, মোদ🌳ী বললেন...)
আরও পড়ুন: ইউনুসের বাংলাদেশকে কি অস্ত্র সরবরাহ করবে বেজিং? বড় দাবি চিনা𝔉 রাষ্ট্রদূতের
তিস্তা নিয়ে চিনা রাষ্ট্রদূত বেন, 'এই নদীর তীরে বসবাসকারী হাজার হাজার মানুষের কল্যাণে তিস্তা প্রকল্প যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে।' তবে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের নীতির সঙ্গে একমত নন ওয়েন। তঁর বক্তব্য, প্রকল্পটি একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, 'বাংলাদেশ ২০২১ সালে একটি প্রস্তাব পাঠিয়ে তিস্তা প্রকল্পে চিনের সাহায্য চেয়েছিল। প্রকল্প সংক্রান্ত প্রস্তাবটি মূল্যায়ন করে ২০২৩ সালে বাংলাদেশ সরকারের কাছে পাল্টা প্রস্তাবে জানিয়েছিল চিন। তখন সেই প্রকল্পের প্রস্তাবে সংশোধন আনতে বলা হয়েছিল। তবে এরপর বাংলাদেশের কাছ থেকে ফিরতি কোনও প্রস্তাব পায়নি চিন।' (আরও পড়ুন: এখন পুতিনের হয়েও যেন বয়ান দিচ্ছেন ট্রাম্💎প, ইউক্রেন যুদ্ধে 'বর্বরতা' নি♒য়ে বললেন…)
আরও পড়ুন: সকাল থেকেই মে🍃ঘলা আকাশไ, বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা
এদিকে সাম্প্রতিক চিন সফরে যে তিস্তা প্রকল্প নিয়ে কোনও আলোচনা হয়নি, তা ঢাকায় ফিরে নিজেই জানিয়েছিলেন বাংলাদেশি বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে ২০২৪ সালে হাসিনা জমানায় তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিল চিন। এদিকে দিল্লি সফরে𒊎 এসে মোদী সরকারের থেকেও এই তিস্ত প্রকল্প নিয়ে প্রস্তাব পেয়েছিলেন শেখ হাসিনা। এরপরই বাংলাদেশ ফিরে হাসিনা বলেছিলেন, দুই দেশের প্রস্তাবই খতিয়ে দেখা হবে। তব🔜ে এখন ঢাকার মসনদে শেখ হাসিনা নেই। এই আবহে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ কোন পথে হাঁটে, তার দিকে নজর থাকবে কূটনৈতিক মহলের। উল্লেখ্য, ভারতের শিলিগুড়ি করিডরের কাছেই সীমান্ত পারে তিস্তার ওপরে চিন একটি বাঁধ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে। ২০২০ সালেই নাকি সেই প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকাকে। তবে বাংলাদেশ নাকি সেই প্রস্তাবে এখনও সায় দেয়নি।