করোনার উত্পত্তি কী করে? সেই লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দ্বিতীয় পর্বের গবেষণার প্রস্তাবনা প্রত্যাখ্যান করল চিন। বৃহস্পতিবার চিন জানায়, এই প্রস্তাবে তারা 'বিস্মিত'। 'এই প্রস্তাবের ভাষা একেবারেই বিজ্ঞানসম্মত নয়,' দাবি চিনের।বৃহস্পতিবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC) উপমন্ত্রী জেং ইয়িকসিন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি জানান, চিন ভাইরাসের উত্স সম্পর্কে গবেষণার রাজনীতিকরণের বিরোধিতা করছে।হু প্রধান গত সপ্তাহে জানান, কোভিড-১৯ মহামারীর উত্পত্তি চিনের গবেষণাগার কিনা, তা বলার মতো সময় এখনও আসেনি। তবে গবেষণা ও তদন্তের স্বার্থে চিনকে আরও স্বচ্ছ হতে তিনি অনুরোধ করেন।অন্যদিকে গত বুধবার, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, 'পাঁচ দিনেরও কম সময়ে প্রায় ৫০ লক্ষ চিনা নাগরিক একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। এতে WHO-কে কোভিড-১৯-এর উত্স হিসাবে চিনের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট ডেট্রিক ল্যাবের তদন্তের দাবি করা হয়েছে।'আশা করি হু চিনের বিজ্ঞানীদের পরামর্শ গ্রহণ করবে। কোভিড-১৯ ভাইরাসের উত্স কোথা থেকে তার তদন্ত রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত হোক। এটি একটি বৈজ্ঞানিক প্রশ্ন হিসাবে গোটা বিশ্বজুড়ে তদন্ত করা উচিত্,' বলেন ঝাও লিজিয়ান।