ইংল্যান্ডের সরকারের তরফে সোমবার জানানো হয়েছে যে এমপিদඣের বিরুদ্ধে একাধিক সাইবার হামলার পেছনে রয়েছে চিনের হাত। এমনকী নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও হ্য়াক করেছে তারা। প্রায় ৪০ মিলিয়ন ভোটারের ব্যক্তিগত তথ্য় তারা হাতিয়ে নিয়েছে।
ইংল্যান্ডের বিদেশ, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফি꧙স একটি বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ড চিহ্নিত করেছে যে চিনের মদতে অন্তত দুটি সাইবার হামলা হয়েছে। সেখানে তারা একাধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হামলা করেছে। একাধিক এমপির বিরুদ্ধেও তথ্য জোগা🌟ড় করেছে তারা।
ওই বিবৃতিতে বলা হয়েছে চিনের মদতে এটাই সবথেকে সাম্🍒প্রতিকতম সাইবার অ্🍃যাটাক।
ইউকে সরকারের তরফে জানানো হয়েছে যে ২০২১ সালে চিনের মদতে সাংসদদের বিরুদ্ধে সাইবার হানা হয়েছিল। APT31-এর এই সাইবার হানার পরে ইংল্যান্ড তাদের বিরুদ্ধে নিষেধাজ💜্ঞা ঘোষণা করেছিল। 🌳;
এদিকে গত অগস্ট মাসে ইংল্যান্ডের নির্বাচন কমিশন দেখে যে ২০২১ সালের অগস্ট মাসে তাদের কমিশনের কাছে থাকা ভোটারদের সম্পর্কিত যে তথ্য রয়েছে সেখানে হানা দিয়েছিল সাইবার অপরাধীরা। তবে সেই সময় সেটা বোঝা যায়নি। পরে ২০২১ সালের অক্টোবর মাসে ব্যাপারটি বোঝা যায়।ജ