বাংলাদেশে ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নামে শিশু ধর্ষণের ভুয়ো অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠল বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়, যাতে দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণ দাস নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত। তবে রিপোর্টে দাবি করা হল, ভাইরাল হওয়া ভিডিয়োটি আদতে বাংলাদেশেরই নয়। সেটি ভারতের। সেই ভিডিয়োতে নির্যাতনের অভিযোগ করা হয়েছিল বাবা বালকনাথ নামে এক ধর্মগুরুর বিরুদ্ধে। 'রিউমার স্ক্যানার'-এর বরাত দিয়ে এই রিপোর্টটি প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো। (আরও পড়ুন: বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল ইসকনের অফিস, ভক্তদের নিয়ে গেল সেনা: ꦺরিপোর্ট)
আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি ইস𒀰্যুতে মোদীকে🍒 চিঠি ৬৮ জন প্রাক্তন বিচারপতি, IAS-IPSদের
এদিকে চিন্ময় দাসকে নিয়ে নাকি আরও সব ভুয়ো 'খবর' ছড়ানো হয়েছে বাংলাদেশে। এর মধ্যে একটিতে দাবি করা হয়েছে, পুলিশের কাছে নাকি চিন্ময় প্রভু স্বীকার করেছেন, 'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়া হবে।' বাংলাদেশের সংবাদ চ্যানেল ডিবিসি এবং চ্যানেল ২৪-এর লোগো লাগিয়ে ভুয়ো ফটোকার্ড তৈরি করে নাকি এই সব খবর ছড়ানো হচ্ছে। যদিও প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিউমার স্ক্যানার অনুসন্ধান করে দেখেছে যে এই সব পোস্ট আদতে ভুয়ো। (আরও পড়ুন: 'গোপন কথা'꧑ লুকোতে লিভইন পার্টনারকে ধর্ষণ করে খুন,﷽ পরে দেহ ৪০ টুকরো করল যুবক)
আরও পড়ুন: কিছুটা হলেও স্বস্তি রাজ্য সরকারি কর্মীদের, অবশেষে বাড়ল ডিএ, তবেꦛ তা ৩ শতাংশও নয়!
উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের' ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। গত ৩১ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা। (আরও পড়ুন: চট্টগ্রামে আইনজ✃ীবী খুনে ধৃত ৭ হিন্দু, হিংসার ঘটনা♋য় গ্রেফতার আরও ২০: রিপোর্ট)
আরও পড়ুন: এখ⛦ন𝓰ও শক্তি বাড়িয়ে চলেছে অতিগভীর নিম্নচাপ, কোথায় কবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল?
সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর▨ থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযোগ, চিন্ময় প্রভুকে কারাগারে ওষুধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফে। ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনার জেরে বাংলাদেশে সংখ্য়ালঘুদের মধ্য়ে শোরগোল পড়ে যায়। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে। এদিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্🅰ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু। এরই মধ্যে প্রতিবাদী বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে।