ভারতের রাজনীতিতে ‘চৌকিদার চোর হ্যাঁ’ স্লোগান অতি পরিচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার করতে গত লোকসভা নির্বাচনের সময় এই স্লোগান বারবার তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের সেই স্লোগান শোনা গেল সীমান্ত পার পাকিস্তানে। তবে স্লোগান মোদী বিরুদ্ধে নয়, উঠল পাক সেনা প্রধান কামার জাবেদ বাজওয়ার বিরুদ্ধে। ইমরান খানের অপসারণের পরই পাকিস্তানের বিভিন্ন শহরের রাস্তায় পিটিআই কর্মী, সমর্থকরা মিছিল করেছে গতকাল। বিক্ষোভকারীদের অনেকেরই নিশানায় ছিলেন পাক সেনা প্রধান। জানা গিয়েছে, গতকাল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহোরে লাল হভেলির সামনে বিক্ষোভ প্রদর্শন করে পিটিআই সদস্যরা। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। সেই মিছিলেই পাকিস্তানি সেনাকে উদ্দেশ্য করে ‘চৌকিদার চোর হ্যাঁ’ স্লোগন উঠতে থাকেল। এদিকে পাক সেনার বিরুদ্ধে স্লোগান ওঠায় বিড়ম্নবান পড়েন প্রাক্তন পাক মন্ত্রী। তিনি সমর্থকদের স্লোগান তুলতে বারণ করেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। আপনারা দয়া করে স্লোগান তুলবেন না।’ উল্লেখ্য, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, পাক সেনা প্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে ইমরান খানের সম্পর্ক সাম্প্রতিককালে তিক্ত হয়েছে। ইমরান খান জেনারেল বাজওয়াকে অপসারণও করতে চেয়েছিলেন আস্থা ভোটের দিন। এই অবস্থায় আইএসআই ডিজিকে নিয়ে ইমরানের সঙ্গে দেখা করে বাজওয়া বুঝিয়ে দেন যে গোটা রাওয়ালপিন্ডি তাঁর সঙ্গেই আছেন। পাশাপাশি আইন মেনে ইমরানকে আস্থা ভোট করাতে বলেন পাক সেনা প্রধান। পাকিস্তানের ইতিহাসে যেখানে সামরিক শাসনের একাধিক উদাহরণ রয়েছে, সেখানে বর্তমান পাক সেনা প্রধান চেয়েছিলেন দেশে গণতন্ত্র বহাল থাকুক। নিজের পূর্বসূরিদের পথ অনুসরণ করে নিঝে ক্ষমতা দখলের পথে হাঁটেননি বাজওয়া। তবে ইমরানের অপসারণে তাঁর ‘ভূমিকায়’ অসন্তুষ্ট পিটিআই সমর্থকরা। পাক সেনার সঙ্গে দ্বন্দ্ব রেখে ইমরান খান রাজনৈতিক ভাবে কতটা ফায়দা তুলতে পারেন, এখন সেটাই দেখার।