শ্রুতি তোমার
বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ পড়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। কেন্দ্রীয় ইলেকশন কমিটি থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বুধবার। আট বছর ধরে তিনি দলের এই গুরুত্বপূর্ণ কমি𝕴টিতে ছিলেন। তাঁকে আচমকা বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছ♕ে।
২০১৪ সালের অগস্ট মাসে তিনি পার্লাম﷽েন্টারি বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছিলেন। নরেনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্দ্র মোদী আসার পরেই তিনি এই বোর্ডে আসেন। সেই শিবরাজ চৌহানকেই এবার বাদ দেওয়া হল। তবে নতুন মেম্বারদের স্বাগত জানিয়েছেন তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 🃏এটি শিবরাজ চৌহানের কাছে নিঃসন্দেহে একটি সেটব্যাক। রাজনৈতিক বিশেষজ্ঞ দীনেশ গুপ্তের মতে, মধ্যপ্রদেশের রাজনীতিতে এটা একটা বড় মোড়। কার্যত রাজ্যের নেতৃত্বের বদলেরও ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষপ।
রাজ♛নৈতিক মহলের মতে, এই ঘটনা শিবরাজ চৌহানের কেরিয়ারে একটি দাগ ফেলে দেবে🌼। প্রশ্ন উঠছে তবে কি আগামী ২০২৩ এর নির্বাচনে মধ্যপ্রদেশে🎃 তিনি বিজেপির মুখ হচ্ছেন ন💜া?