ওড়িশার পারাদ্বীপ বন্দরে একটি জাহাজ থেকে প্রচুর পরিমাণে কোকেন উদ্ধার করল শুল্ক দফতর, যার পরিমাণ হল ২২ কেজি। এই পরিমাণ কেকেনের বাজার দর হল ২২০ কোটি টাকা। বৃহস্পতিবার মাঝরাতে পারাদ্বীপꦚ বনꦉ্দরে নোঙর করা ওই জাহাজে হানা দেয় শুল্ক দফতর। সেখানেই ২২ টি প্যাকেটে ২২ কেজি কোকেন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কোকেন বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর।
আরও পড়ুন: ব্রাজিলের যুবকের ম🔴ল থেকে মাদক উদ্ধার, এসএসকেএ♊ম বের করল হাফ কেজি কোকেন
ওড়িশার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ক𒉰ার্গো জাহাজটির নাম এমডি দেবী। বৃহস্পতিবার পারাদ্বীপ বন্দরের আন্তর্জাতিক কার্গো টার্মিনালে নোঙর করে। জানা যায়, জাহাজটি মিশর থেকে যাত্রা শুরু করেছিল। এরপর সেটি ইন্দোনেশিয়ার গ্রিসিক বন্দর হয়ে ওড়িশার বন্দরে আসে। এখান থেকে জাহাজটির যাওয়ার কথা ছিল ডেনমার্কে। পারাদ্বীপ বন্দর থেকে স্টিল প্লেট বোঝাই হচ্ছিল ওই জাহাজে। সেই সময় জাহাজের ক্রেনে সাদা রঙের প্যাকেট দেখে সন্দেহ হয় ক্রেন অপারেটরদের। প্রথমে তারা ভেবেছিলেন এগুলি বিস্ফোরক জাতীয় কোনও পদার্থ। পরে তারা খতিয়ে দেখতেই বুঝতে পারেন সেগুলি হল কোকেন। ঘটনায় খবর দেওয়া হয় শুল্ক দফতরে। খবর পেয়ে শুল্ক বিভাগের স্পেশাল ইন্টেলিজেন্স অ্ꦇযান্ড ইনভেস্টিগেশন (এসআইআইবি) দল পদার্থগুলি পরীক্ষা করে জানতে পারে যে এগুলি হল কোকেন।