প্রিয়াঙ্কা দেববর্মনবামেদের বিরুদ্ধে এবার একেবারে কড়া আক্রমণ করলেন ত্রিপুরার বিজেপি নেতা তথা মন্ত্রী রতনলাল নাথ। সোমবার তিনি জানিয়েছেন,কমিউনিস্টরা ভারতে থেকেও পাকিস্তান ও চিনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, প্রত্যেক ভারতীয়কে সবার আগে জাতীয়তাবাদী হতে হবে। তিনি বলেন, আগে দেশকে ভালোবাসুন। আপনারা ( সিপিএম) এখানে থাকবেন আর পাকিস্তান ও চিনের সঙ্গে সম্পর্ক রক্ষা করবেন। প্রত্য়েক ভারতীয় নাগরিককে সবার আগে জাতীয়তাবাদী হতে হবে। আগে দেশকে ভালোবাসুন, তারপর কমিউনিস্ট হোন। রাজ্যপালের বক্তব্য রাখার পরে ধন্যবাদ প্রস্তাব জানানোর সময় ত্রিপুরার ওই মন্ত্রী এভাবে সিপিএমকে তীব্রভাবে বেঁধেন।রতন নাথ শক্তিসম্পদ দফতর, কৃষি ও নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী।প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজেপেয়ীর লেখা কবিতা ভারত জমিন কা টুকরা নেহি পাঠ করেন মন্ত্রী। সেই সময় তিনি বলেন, বিজেপির বিধায়করা সবসময় দেশের কথা ভাবেন। দেশকে অগ্রাধিকার দেন। আর সিপিএম মানুষের উন্নয়নের জন্য কাজ করে না। ক্ষমতায় থাকার সময় তারা মানুষের উন্নয়নের কথা ভাবত না। আর তার জেরেই তারা ধরাশায়ী হয়ে গিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেও কাজের কাজ কিছু করতে পারেনি।তিনি জানিয়েছেন আদিবাসী অধুষ্যিত এলাকাতেও সিপিএম তাদের জনভিত্তি হারিয়ে ফেলেছে। সেকারণেই সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আদিবাসী অধ্য়ুষিত এলাকা থেকে ভোট লড়াই করার সাহস পাননি।এদিকে তিপ্রা মোথার নেতা প্রদ্যোৎ কিশোর রায়কে সিপিএম বোকা বানানোর চেষ্টা করছিলেন বলে দাবি করেন বিজেপি নেতা। বিজেপির মন্ত্রীর দাবি, তিনি( প্রদ্যোৎ কিশোর) একজন বুদ্ধিমান মানুষ। স্মার্ট। সিপিএম যদি শুধু সমর্থন বা ভোটের জন্য় তার কাছে যান তবে তিনি পালটা খেলবেন।বিভিন্ন ক্ষেত্রে বিজেপি সরকারের প্রশংসা করেন তিনি। বিজেপির মন্ত্রী জানিয়েছেন, ৫৯ শতাংশ মানুষ নিরাপদ পানীয় জল পাচ্ছেন। আর ২০১৭ সাল পর্যন্ত মাত্র তিন শতাংশ মানুষ পানীয় জলের সংযোগ পেয়েছিলেন। এখনও পর্যন্ত ১০,৮৬৮ লাখ কৃষক ফসল বিমা যোজনার সুবিধা পেয়েছেন। ৮৯,০০০ কৃষক ফসল বিক্রিতে এমএসপির সুযোগ পেয়েছেন।গত পাঁচ বছরে ৯৪,০০০ গর্ভবতী ও সদ্য় প্রসূতি মায়েরা পুষ্টিযুক্ত খাবার পেয়েছেন।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup