কেরলের তিরু𓆉অনন্তপুরমে দলীয় এক সভা থেকে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখলেন অমিত শাহ। তিনি বলেন, দেশ থেকে 'কংগ্রেস অবলুপ্ত হচ্ছে ', আর বিশ্ব কমিউনিস্টদের থেকে মুক্তি পেতে চাইছে। পাশাপাশি তিনি বলেন, কেরলের যদি কোনও ভবিষ্যৎ থেকে থাক🐎ে, তাহলে তা বিজেপির সঙ্গে।
কেরলের সভা থেকে সোচ্চার কণ্ঠে অমিত শাহ বলেন, উপজাতি ও দরিদ্রদের নিয়ে উন্নয়নের জন্য কংগ্রেস ও কমিউনিস্টরা কিছুই করেনি, তিনি আরও বলেন,' ওরা (কংগ্রেস, বাম) ওঁদের (উপজাতি ও দরিদ্র) ভোটব্যাঙ্ক হিসাবে দেখেছে।' প্রসঙ্গত, কেরলের বুকে বিজেপির জমি পোক্ত করার চেষ্টায় রয়েছে বদল। সেখানে কংগ্রেস ও বামেদের শক্তি নির্ভর জোট এতকাল শাসন করেছে। তবে ২০২৪ ভোটের আগে সেখানে জমি পোক্ত করতে চাইছে বিজেপি। এদিকে, ওই দলীয় সভার আগে ৩০ তম দক্ষিণ জোনাল কাউন্সিলের বৈঠকে অংশ নেন অমিত শাহ। যে বৈঠক আয়োজিত হয় কেরলের রাজধানীতে। দক্ষিণের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও লেফ্টন্যান্ট গভর্নররা এই বৈঠকে যোগ দেন। দক্ষিণের রাজ্যগুলিতে নদীর জল বণ্টনকে কেন্দ্র করে যে সংঘাত রয়েছে তার নিষ্পত্তি নিয়ে কথা বলেন অমিত শাহ। ৬ কোটির লুঠ করার পর ১০০ টাকার পেটিএম করেই ধরা প𒁃ড়ে গেল ডাকাতরা! কী ঘটেছে?