🌌 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,' গাঁজা রাখার জন্য কারোওর জেলে যাওয়া উচিত নয়।' সদ্য তিনি একটি টুইটে একথা জানিয়েছেন। যার হাত ধরে কার্যত মার্কিন মুলুকে গাঁজা রাখার বিষয়টিকে আইনত সিদ্ধ করার পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। যা ঘিরে স্বভাবতই মার্কিন মিড টার্ম নির্বাচনের ফ্যাক্টরও রাজনৈতিকভাবে উঠে আসছে। এদিকে, গাঁজা নিয়ে জো বাইডেনের টুইট শেয়ার করে কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি দিলেন বড় বার্তা।
এক টুইট পোস্টে অভিষেক মনু সিংভি লিখছেন, 'ওষুধ হিসাবে মারিজুয়ানা সম্পর্কে ভারতীয় আইনের বোঝা উচিত।' এরই সঙ্গে তিনি লেখেন, 'বেনারসের ঘাটগুলিতে যান, দেখুন সেখানে কত উদাসীনভাবে এসব ব্যবহার হচ্ছে। তবে শহরের ছেলে কিম্বা মেয়ে হলে পুলিশের থেকে ঈশ্বরই বাঁচাতে পারেন।' আইনজীবী অভিষেক মনু সিংভির মতে দেশের আইনকে আরও এগিয়ে যেতে হবে যুগের সঙ্গে। এদিকে, গাঁজা নিয়ে জো বাইডেনের যে টুইট ভাইরাল হয়েছে তাতে নিজের প্রতিশ্রুতি ধরে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটে কার্যত জো বাইডেন বলেন, গাঁজাকে অপরাধের সঙ্গে যুক্ত করার আইন তিনি বাতিল করছেন। যে প্রতিশ্রুতি তিনি ভোটের আগেই দিয়েছিলেন। জো বাইডেনের ওই ঘোষণা থেকেই মার্কিন মুলুকে আমেরিকায় গাঁজা রাখার অপরাধে যাঁরা জেলবন্দি তাঁদের সকলের শাস্তি মুকুব করা হল। ♏ সাপ তো নয়, যেন পুরো পাকা কলা! দেখুন তো প্রথম ঝলকে চিনতে পারেন কি না এই পাইথনকে